• শহরের হোটেল থেকে উদ্ধার যুবকের দেহ, ২ সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু পুলিশের
    এই সময় | ২২ নভেম্বর ২০২৫
  • কসবার হোটেল থেকে উদ্ধার হলো এক যুবকের দেহ। শনিবার কসবার রাজডাঙা এলাকার একটি হোটেল থেকে উদ্ধার হয়েছে দেহ। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ওই এলাকায় পৌঁছেছে কলকাতা পুলিশের ফরেন্সিক টিম ও ডগ স্কোয়াড।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে আরও ২ জনের সঙ্গে এই ব্যক্তি এই হোটেলে উঠেছিলেন। কিন্তু রাতেই বেরিয়ে যান বাকি ২ জন। শনিবার দুপুরের পরে হোটেের ঘর থেকে এই ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম আদর্শ লোসালকা, বয়স ৩৩ বছর। তিনি বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বাকি ২ জনের খোঁজ নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

    আদর্শ লোসালকা ছিলেন চ্যাটার্ড একাউন্টেন্ট। কলকাতার একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। কলকাতায় একটি ফ্ল্যাট ভাড়া করে বন্ধুদের সঙ্গে থাকতেন তিনি। গতকাল রাত্রে বাবা বিমল লোশালকার সঙ্গে শেষ বার কথা হয় আদর্শ এর। বলেছিল নিউ আলিপুরের দিকে যাচ্ছি । সকাল থেকে আর কোন ফোন আসেনি তার। পরে প্রশাসনের কাছ থেকে ফোন এলে জানতে পারেন তার দেহ উদ্ধারের কথা। স্বাভাবিকভাবেই ঘটনায় ভেঙে পড়েছে পরিবার।

    পুলিশ প্রাথমিকভাবে খুন বলে সন্দেহ করছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। আদর্শের জেঠুর ছেলে এ দিনই কলকাতায় এসেছেন, কসবা থানায় গিয়েছেন।

  • Link to this news (এই সময়)