• ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা, আপনার নাম রয়েছে কি না দেখবেন কোথায়?
    এই সময় | ২৩ নভেম্বর ২০২৫
  • ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলছে এনিউমারেশন ফর্ম বিলি আর সংগ্রহের কাজ। যাঁরা এনিউমারেশন ফর্ম ফিল-আপ করে জমা দেবেন, তাঁদের নামই উঠবে এই খসড়া ভোটার তালিকায়। ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। আপনার নাম সেই তালিকায় রয়েছে কিনা, সেটা কী ভাবে দেখতে পাবেন আপনি?

    স্থানীয় বুথে

    স্থানীয় পঞ্চায়েত অফিস

    স্থানীয় পুরসভা

    মহকুমাশাসকের দপ্তর

    জেলাশাসকের দপ্তর

    ডিইও ওয়েবসাইটে

    সিইও ওয়েবসাইট

    এর পাশাপাশি আরও একটি তালিকা বেরোনোর কথা। যেখানে আলাদা আলাদা কলামে মৃত ভোটার, অনুপস্থিত ভোটার, ভুয়ো ভোটার এবং স্থানান্তরিত ভোটারের নাম থাকবে। স্বাভাবিকভাবেই ওই তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করছেন সকলে। তবে এই তালিকা চূড়ান্ত নয়। যাঁদের নাম বাদ গিয়েছে, নামের বানান ভুল আছে, ঠিকানা ভুল আছে সেই সব কিছু সংশোধন করা যাবে। প্রয়োজনীয় নথি দেখাতে হবে নির্বাচন কমিশনকে। তেমনই যদি কেউ চান নতুন ভাবে নাম ভোটার তালিকায় তুলবেন, তাহলে তাঁকে ৬ নম্বর ফর্ম পূরণ করে ৮ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি।

  • Link to this news (এই সময়)