• কসবার হোটেলের ঘর থেকে বীরভূমের যুবকের দেহ উদ্ধার, ফেরার দুই সঙ্গী
    বর্তমান | ২৩ নভেম্বর ২০২৫
  • কলকাতা, ২২ নভেম্বর: কলকাতার কসবা এলাকার হোটেলে খুন হলেন বীরভূমের দুবরাজপুরের যুবক। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বেপাত্তা এক মহিলা সহ মৃত ব্যক্তির দুই সঙ্গী। ঘটনাস্থলে পুলিশের পদস্থ আধিকারিকরা। পার্ক স্ট্রিটের হোটেলে খুনের সঙ্গে কসবার ঘটনার মিল রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

    পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে তিনজন কসবার ওই হোটেলের একটি ঘর ভাড়া নেন। তাঁদের মধ্যে এক মহিলাও ছিলেন। রুম বুকিং হয়েছিল অনলাইনে। মধ্যরাতে ঘর থেকে বেরিয়ে যান এক পুরুষ এবং এক মহিলা। তাঁরা আর ফেরেননি। আজ, শনিবার দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকির পরেও তৃতীয় ব্যক্তি ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় হোটেলের কর্মীদের। তাঁরা পুলিশে খবর দেন। সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে কসবা থানা। পুলিশ হোটেলের ঘর থেকে তৃতীয় ওই ব্যক্তির দেহ উদ্ধার করে।

    আধার কার্ডের সূত্র ধরে মৃত যুবকের পরিচয় জানা গিয়েছে। তাঁর নাম আদর্শ লোসালকা (৩৩)। বাড়ি দুবরাজপুরের বাজার পাড়ায়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। যা থেকে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ভারী কিছু দিয়ে মারা হয়েছে। পলাতক দু’জনকে সন্দেহ পুলিশের। যদিও খুনের পিছনের উদ্দেশ্য নিয়ে এখনই নির্দিষ্টভাবে কিছু বলতে নারাজ লালবাজার। সূত্রের সন্ধানে ওই হোটেলের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আনা হয়েছে পুলিশ কুকুর। 
  • Link to this news (বর্তমান)