হস্টেলের চারতলা থেকে ঝাঁপ দিয়ে ‘আত্মঘাতী’ নার্সিং পড়ুয়া! কাঠগড়ায় কলেজ কর্তৃপক্ষ
প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হস্টেলের চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক নার্সিং পড়ুয়া। শুক্রবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুরে। মৃতের নাম পল্লবী কুপ্পম। বয়স ১৯ বছর। কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে গোটা ঘটনায় কলেজ কর্তৃপক্ষকেই কাঠগড়ায় তুলেছেন মৃতের পরিবার।
জানা গিয়েছে, চিত্তুরের পিএইএস কলেজে স্নাতক স্তরে দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন পল্লবী।গত বৃহস্পতিবার রাতে আচমকা হস্টেলের চার তলা থেকে তিনি ঝাঁপ দেন। তারপরই হস্টেল কর্তৃপক্ষ এবং অন্যান্য পড়ুয়ারা তড়িঘড়ি ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে।
কিন্তু কী কারণে তিনি চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ তাঁর সঙ্গে সহযোগীতা করত না। দিনের পর দিন সমস্যায় ভুগছিলেন পল্লবী। অন্যদিকে, কলেজ কর্তৃপক্ষের দাবি, ব্যক্তিগত কারণে মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন ওই পড়ুয়া। সেই কারণেই এই পদক্ষেপ করেছেন। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।