জইশ যোগ! দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আটক কাশ্মীরের আরও এক যুবক
প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে আরও এক সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার করল গোয়েন্দারা। শনিবার পুলওয়ামা থেকে তাকে গ্রেপ্তার করেছে জম্মু ও কাশ্মীরের স্পেশাল অপারেশনস গ্রুপ এবং সে রাজ্যের তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, তার সঙ্গে পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের সরাসরি যোগ রয়েছে।
তদন্তকারীদের একটি সূত্রের খবর, ধৃতের নাম তুফায়েল আহমেদ। তিনি শ্রীনগরের বাসিন্দা। তবে পুলওয়ামায় একজন ইলেকট্রিশিয়ান হিসাবে কর্মরত ছিলেন। সূত্রের খবর, তুফায়েল দিল্লি বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত এবং জঙ্গি নেটওয়ার্কটিকে বিভিন্নভাবে সাহায্য করত। আত্মঘাতী জঙ্গি উমার মহম্মদের সঙ্গেও তার যোগ ছিল বলে খবর। তবে ঠিক কী কী ভাবে তুফায়েল জেহাদিদের সহায়তা করত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দেশজুড়ে একাধিক জায়গায় তল্লাশি ও ধরপাকড় শুরু করেছে। তদন্তে নেমে শ্রীনগর-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। যারা বেশিরভাগই কাশ্মীরের। শুধু তাই নয়, বিস্ফোরণের দুই ষড়যন্ত্রী-সহ চারজনকে গ্রেপ্তার করেছে এনআইএ। পাশাপাশি, তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ও। একে একে সামনে আসছে দেশে ছড়িয়ে থাকা জইশ-ই-মহম্মদের ‘হোয়াইট কলার টেরর’-এর ভয়াবহ তথ্য।