• শেষ মুহূর্তে অভিশপ্ত তেজস থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন পাইলট! ভাইরাল সেই ভিডিও
    প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  শেষ মুহূর্তে ভেঙে পড়া তেজস থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন পাইলট নমনশ সায়ল। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। বের হতে পারেননি অভিশপ্ত যুদ্ধবিমানটি থেকে। শুক্রবার গোটা দেশ শিউরে উঠেছিল দুবাইয়ের আল মাকতৌম আন্তর্জাতিক বিমানবন্দরে তেজস যুদ্ধবিমানের আছড়ে পড়ার দৃশ্য দেখে। সমাজমাধ্যমে ভাইরাল ঘটনার রোমহর্ষক একাধিক ভিডিও। এর মধ্যেই সামনে এসেছে আরও একটি ভিডিও। আর সেই ভিডিওতেই এমন দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, ধোঁয়ার মধ্য থেকে প্যারাশুটের ঝলক দেখা গিয়েছে বলে দাবি। 

    গত ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দুবাইয়ে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক এই এয়ার শো। যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০০টির বেশি বায়ুসেনার বিমান অংশগ্রহণ করে। এই তালিকায় ছিল হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি তেজস যুদ্ধবিমান। মাঝআকাশে রণকৌশল দেখানোর সময় হঠাৎ বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বিমানটি। কয়েক সেকেন্ডের মধ্যে মুখ থুবড়ে সোজা মাটিতে আছড়ে পড়ে বিমানটি। ব্যাপক বিস্ফোরণের সঙ্গে গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। মুহূর্তের একাধিক ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল।

    নতুন ভিডিওটি মাত্র ৫২ সেকেন্ডের। যেখানে দেখা যাচ্ছে, বিমানটি যখন দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসছে, ঠিক তখনই একটি প্যারাসুটের মতো দেখতে জিনিসকে দেখা যাচ্ছে। তা দেখেই অনেকের দাবি, ঘটনার সময় বিমান থেকে বেরিয়ে আসার সব চেষ্টা করেছিলেন পাইলট নমনশ সায়ল। কিন্তু সেই বিমানটি এতটাই নিচে নেমে গিয়েছিল যে আর বের হওয়া সম্ভব হয়নি। একেবারে বিস্ফোরণে ঝলসে যায় দেহ। যদিও প্রকাশ্যে আসা ভিডিয়োর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

    অন্যদিকে ঘটনার পরেই নিজের পুত্রের মর্মান্তিক পরিণতি নিয়ে মুখ খুলেছেন বাবা জগন্নাথ সায়ল। জানিয়েছেন, ইউটিউবে এয়ার শোয়ের ভিডিও দেখতে দেখতেই ছেলের মৃত্যুসংবাদ পান তিনি। নমনশই তাঁকে ভিডিওগুলি দেখতে বলেছিলেন। কিন্তু ছেলের যে এমন পরিণতি হয়েছে তা কল্পনারও বাইরে ছিল জগন্নাথ সায়লের।
  • Link to this news (প্রতিদিন)