‘SIR মানে সরকার ভোটার নির্বাচন করছে’, বিতর্ক উসকে মন্তব্য নির্মলার অর্থনীতিবিদ স্বামীর
প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দেশের নামী অর্থনীতিবিদ পরকলা প্রভাকর। তাঁর আরও এক পরিচয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী। বরাবর মোদি সরকারের কড়া সমালোচক প্রভাকর এবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর বিতর্ক উসকে দিলেন। তাঁর মতে, এসআইআর-এর অর্থ হল অন্য পথে না হেঁটে সরাসরি সরকার পক্ষই ভোটার নির্বাচন করছে।
কলকাতায় ‘দ্য এডুকেশনিস্ট’ ফোরমের সাংবাদিক সম্মেলনে প্রভাকর অভিযোগ করেন, যাদের দেশের থাকা উচিত নয় বলে মনে করছে বর্তমান সরকার, তাদের তাড়ানোর লক্ষ্যেই আসআইআর করা হচ্ছে। উল্লেখ্য, ইতিমধ্যে পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২ রাজ্যে এসআইআর প্রক্রিয়ার কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রভাকর বলেন, “দেশের সাংবিধানিক মূল্যবোধ, চেতনা এবং নৈতিকতার উপর গুরুতর প্রভাব ফেলবে” এই বিশেষ নিবিড় সংশোধনী।
এরপর সরাসরি বিশিষ্ট অর্থনীতিবিদের মন্তব্য, “এসআইআর-এর ক্ষেত্রে ভোটাররা সরকার বেছে নেওয়ার পরিবর্তে সরকারই ভোটারদের বেছে নিচ্ছে।” যোগ করেন, এটা এক ধরনের পশ্চাদপসরণ। এসআইআর-এর আকারে এনআরসি-সিএএ-এর পিছনের দরজা দিয়ে প্রবেশ! যাতে সেইসব লোকদের উৎখাত করা যায়, যাদের দেশে থাকা উচিত নয় বলে মনে করছে শাসক পক্ষ। প্রভাকর বলেন, “যখন কাউকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয় বা রাজনৈতিক সম্প্রদায় থেকে বহিষ্কার করা হয়, তখন তাঁরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যান।” এটাই এসআইআর-এর লক্ষ্য, মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ। তাঁর আরও অভিযোগ, এসআইআর-এ প্রান্তিক, অশিক্ষিত এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
এদিকে শনিবারই এসআইআর নিয়ে মামলা উঠেছে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যে বাংলা, তামিলনাড়ুর মতো রাজ্য, রাজনৈতিক দল যার বিরোধিতা করে দ্বারস্থ হয়েছে শীর্ষ আদালতের। আদালতে এসেছে কেরল, সেই রাজ্যের সিপিএম-সহ অন্যান্য আরও বেশ কয়েকটি পক্ষ। শুক্রবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি এস ভি এন ভাট্টি ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে ছিল সেই মামলা। মূলতঃ এসআইআর-এর প্রক্রিয়া ও সময় নিয়ে আপত্তি জানিয়েই দায়ের হয়েছে নতুন এই আবেদনগুলি। সেই সব আবেদনের প্রেক্ষিতেই এবার কমিশনের মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত।