• ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই রাজ্যে আসতে পারেন মোদি, কোথায় সভা?
    প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
  • রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে এবছরের শেষবেলা থেকেই ঘর গোছানোর প্রস্তুতি শুরু করে দিল বঙ্গ বিজেপি। শুক্রবার রাজ্য বিজেপির বৈঠকের পর জানা গিয়েছিল, ডিসেম্বর থেকেই প্রচারের জন্য লাগাতার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির শীর্ষ নেতারা। এবার মোদির সভার দিনক্ষণ নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহান্তে বাংলায় আসতে পারেন মোদি। সূত্রের খবর, আরামবাগে সভা হওয়ার সম্ভাবনা। ১৩ বা ১৪ ডিসেম্বর সেই সভার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। ডিসেম্বরের শেষ থেকে অমিত শাহর সফরের সম্ভাবনা।

    আগামী ১ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত সংসদের শীতকালীন অধিবেশন চলবে। এই সময়ের মধ্যে কীভাবে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা বঙ্গ সফরে আসবেন, তা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল। তবে সূত্রের খবর, এর মাঝে সপ্তাহান্তে মোদির সফরের তোড়জোড় শুরু করেছে বঙ্গ বিজেপি। ১৩ বা ১৪ ডিসেম্বর, শনি ও রবিবার। তাই এই সময়টায় বঙ্গে মোদির সভার আয়োজনে আগ্রহী রাজ্য নেতৃত্ব। সূত্রের আরও খবর, আরামবাগে প্রথম জনসভার পরিকল্পনা চলছে। স্থানীয় প্রশাসনের অনুমতি চাওয়া হয়েছে। এখন প্রধানমন্ত্রীর দপ্তর নিশ্চিত করলে তবে ওই দু’দিনের মধ্যে একদিন প্রধানমন্ত্রীর সভা হতে পারে।

    এদিকে, আগামী বছর বিধানসভা ভোটকে পাখির চোখ করে এগোলেও এখনও নতুন রাজ্য কমিটি ঘোষণা করতে পারেনি রাজ্যের বিজেপি নেতৃত্ব। মনে করা হচ্ছে, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বে আগামী মাসেই তা ঘোষণা হয়ে যাবে। ১৯ ডিসেম্বরের পর কলকাতায় আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর উপস্থিতিতে নতুন রাজ্য কমিটির সদস্যদের নিয়ে বর্ধিত বৈঠকের সম্ভাবনা। সেখানেই বিধানসভা ভোটের রণকৌশল নিয়ে শাহ পরামর্শ দিতে পারেন। সবমিলিয়ে, মোদি-শাহর বঙ্গ সফর ঘিরে এখন থেকেই পারদ চড়ছে গেরুয়া শিবিরের অন্দরে।
  • Link to this news (প্রতিদিন)