• দুয়ারে হাসপাতাল! এবার হুগলির প্রত্যন্ত গ্রামে পৌঁছবে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র
    প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
  • সুমন করাতি, হুগলি: শহরে এবং ব্লকের হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন সাধারণ মানুষ। কিন্তু প্রত্যন্ত গ্রামে যারা বাস করেন তাঁদের হাসপাতালের পরিষেবা গ্রহণ করা বেশ অসুবিধাজনক হয়ে ওঠে। এবার মানুষের দুয়ারে হাসপাতাল। ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র পৌঁছে যাবে গ্রামে গ্রামে। মিলবে ইসিজি, রক্ত পরীক্ষা, লাইফ সাপোর্ট থেকে শুরু করে অক্সিজেন-সহ প্রাথমিক চিকিৎসাও। এছাড়াও এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে থাকবে চিকিৎসক, প্রশিক্ষিত নার্স সহ টেকনিশিয়ানরা।

    প্রতি মাসের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট গ্রামে পৌঁছে যাবে এই চিকিৎসাকেন্দ্র। বিনামূল্যে রক্ত পরীক্ষা, ইসিজি-সহ নানান শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন সাধারণ মানুষ। মানুষের প্রথমিক চিকিৎসাও করবেন এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের ডাক্তাররা।

    হুগলি জেলার ১৮টি বিধানসভার মধ্যে প্রথমে ১০টি বিধানসভাকে এই ভ্রাম্যমান চিকিৎসাকেন্দ্র দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের তরফে। শনিবার বলাগড় বিধানসভার সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সদর মহকুমা শাসক অয়ন নাথ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলি কর-সহ স্থানীয় ব্লক ও পঞ্চায়েতের আধিকারিকরা।

    এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলি কর বলেন, যে সমস্ত এলাকায় যাতায়াত ব্যবস্থার সমস্যা রয়েছে সেসব জায়গায় এই চিকিৎসাকেন্দ্র পৌঁছে যাবে। গাড়িতে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সব সময় থাকবেন। গাড়িতেই সমস্ত স্বাস্থ্য পরীক্ষা, ল্যাবরেটরি টেস্ট হবে। পরীক্ষার সঙ্গে সঙ্গেই রোগীর হাতে রিপোর্ট দিয়ে দেওয়া হবে। পাশাপাশি বেসরকারি পরীক্ষাকেন্দ্র থেকে এই সব পরীক্ষা করতে অনেকটাই বেশি টাকা খরচ করতে হয়। এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র সাধারণ মানুষের জন্য অনেকটাই উপযোগী হয়ে উঠবে বলে সকলের ধারণা। আগামী দিনে যাতে ভ্রাম্যমান এক্সরে ব্যবস্থার সুবিধে দেওয়া যায় সে বিষয়েও পরিকল্পনা চলছে।
  • Link to this news (প্রতিদিন)