SIR আবহে নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল, ফের ক্যাম্পে হামলা চালিয়ে কাঠগড়ায় বিজেপি
প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
চঞ্চল প্রধান, হলদিয়া: এসআইআরের কাজের মাঝে এবার নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল। তাদের ভোট সুরক্ষা ক্যাম্পে চলল হামলা। কাঠগড়ায় স্থানীয় গেরুয়া শিবির। শুক্রবার গভীর রাতে নন্দীগ্রামের হরিপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। নন্দীগ্রাম থানায় এনিয়ে অভিযোগ জানানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে বিজেপির অঞ্চল কমিটির এক সদস্য গ্রেপ্তার হয়েছে। তবে তৃণমূলের ভোট সুরক্ষা ক্যাম্পে হামলা নিয়ে শোরগোল এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার রাতে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ভোট সুরক্ষা ক্যাম্পে হামলা চলে। হরিপুর গ্রামের এই ক্যাম্প ভাঙার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের হলে ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে বিজেপির হরিপুর অঞ্চল কমিটির সদস্য অমিত প্রামানিককে পুলিশ গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য, এর আগে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া অঞ্চলের গোবিন্দপুর মোড়ে তৃণমূল কংগ্রেসের ভোট সুরক্ষা ক্যাম্প ভাঙার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় বিজেপির ১৪ জন নেতাকর্মীর নাম জড়িয়েছে। তাতে গ্রেপ্তার হয়েছেন এক বিজেপি কর্মী। শুক্রবার রাতে তারই পুনরাবৃত্তি ঘটলো হরিপুরে। এ বিষয়ে বিজেপির স্থানীয় দু’নম্বর মন্ডল সভাপতি সুদীপ দাসের বক্তব্য, “পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস মিথ্যা অভিযোগ করছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।”
তৃণমূলের অবশ্য দাবি, বিজেপি দায় ঝেড়ে ফেলতে মিথ্যা সাফাই দিচ্ছে। ঘাসফুল শিবিরের পক্ষে নন্দীগ্রাম ১ নম্বর ব্লক কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ জানিয়েছেন, “বিজেপির পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। তা টের পেয়েছে বিজেপি। তাই কর্মসূচিতে, কর্মীদের বাড়িতে আক্রমণের পাশাপাশি সম্প্রতি ভোট সুরক্ষা ক্যাম্পেও বিজেপি আশ্রিত গুন্ডারা হামলা চালিয়েছে। ভেকুটিয়ার গোবিন্দপুর মোড়ের পর হরিপুরের ঘটনা বিজেপির গুন্ডামি সকলে চাক্ষুষ করলেন। এই বিজেপিকে মানুষ চায় না।”