• ‘দক্ষ, সাহসী ও নিষ্ঠাবান পাইলটকে হারালাম’, নমাংশের মৃত্যুতে শোকবার্তা ভারতীয় বায়ুসেনার
    এই সময় | ২৩ নভেম্বর ২০২৫
  • দুবাইয়ের এয়ার শো-তে প্রদর্শনীর সময়ে তেজস ষুদ্ধবিমান ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ওই প্রদর্শনীতে তেজস নিয়ে কসরত দেখানোর সময়ে দুর্ঘটনায় উইং কম্যান্ডার নমাংশ স্যালের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ বার ভারতীয় বায়ুসেনা এই বীর পাইলটের প্রতি শ্রদ্ধা নিবেদন করল।

    ভারতীয় বায়ুসেনা এক্স হ্যান্ডলে নমাংশকে শ্রদ্ধা জানিয়ে একটি পোস্ট করেছে। সেখানে তারা জানিয়েছে, নমাংশ ছিলেন একজন দক্ষ এবং সম্পূর্ণ পেশাদার পাইলট। তিনি তাঁর কাজ খুব নিষ্ঠা সহকারে পালন করে এসেছেন। সাহসের সঙ্গে তিনি দেশের সেবা করেছেন। ভালো ব্যবহার এবং ব্যক্তিত্বের জন্য তিনি সবার কাছ থেকে বিপুল সম্মান অর্জন করেছেন।

    উইং কম্যান্ডারের শেষ বিদায়ের সময়ে সংযুক্ত আরব আমিরশাহীর কর্তা, তাঁর বন্ধু-সহকর্মীরা ও ভারতীয় দূতাবাসের কর্তারা উপস্থিত ছিলেন। দুর্ঘটনার সঠিক কারণ জানতে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

    ৩৭ বছর বয়সি নমাংস হিমাচল প্রদেশের কাংড়ার বাসিন্দা ছিলেন। দুবাই এয়ার শো-এর মতো আন্তর্জাতিক মঞ্চে ভারতের গর্ব ‘তেজস’ ওড়ানোর দায়িত্ব ছিল তাঁর উপরে। সেখানে নিরাপত্তার অনবদ্য রেকর্ড-সহ তেজসের পারদর্শিতা তুলে ধরাই ছিল একমাত্র লক্ষ্য। কিন্তু সেখানেই প্রদর্শনীর সময়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

    এই ঘটনায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘দুবাই এয়ার শো-তে তেজস বিমান দুর্ঘটনায় হিমাচল প্রদেশের কাংড়া জেলার সাহসী পুত্র নমাংশ স্যাল জি-র মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশ একজন সাহসী, কর্তব্যনিষ্ঠ পাইলটকে হারিয়েছে।’ অন্য দিকে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও উইং কমান্ডারের প্রয়াণে শোক প্রকাশ করে তাঁকে একজন ‘সাহসী এবং নির্ভীক আইএএফ’ পাইলট হিসেবে বর্ণনা করেছেন।

  • Link to this news (এই সময়)