• অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ভয়ঙ্কর ঘটনা গুজরাটের স্কুলে
    এই সময় | ২৩ নভেম্বর ২০২৫
  • স্কুলের ভিতরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ। এমনই অভিযোগে উত্তাল হয়ে উঠল গুজরাট। অভিযোগ, স্কুলের একটি বাগানে টেনে নিয়ে গিয়ে ৭ বছরের খুদেকে অজ্ঞান করার ইঞ্জেকশন দেন এক যুবক। তার পরে দু’বার ধর্ষণ করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে খুদে ছাত্রী হাসপাতালে ভর্তি। ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গুজরাটের মেহসানায়। তবে অভিযুক্ত যুবক এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত ১৯ নভেম্বর। ওই খুদে ছাত্রীকে একটি বাগানের পিছনে টেনে নিয়ে গিয়ে নির্যাতন করেন অভিযুক্ত যুবক। শুধু তাই নয়, এই কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এর পরে ২০ নভেম্বরে ওই ছাত্রীকে বাগানে টেনে নিয়ে গিয়ে অজ্ঞান করার ইঞ্জেকশন দেন যুবক। তার পরে দু’বার ধর্ষণ করেন বলে অভিযোগ।

    পেটে প্রবল যন্ত্রণা নিয়ে বাড়ি ফেরে ছাত্রী। তবে ভয়ে কাউকে কিছু বলেনি সে। শেষে মা-বাবা জোরাজুরি শুরু করেন। তখনই পুরো ঘটনা প্রকাশ্যে আসে। সঙ্গে সঙ্গে বিজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রীর বাবা। বর্তমানে খুদে পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে। শিশুটিকে কিসের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তা জানতে ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।

    ঘটনার তদন্তে নেমে স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এই প্রসঙ্গে বিজাপুর থানার ইনস্পেক্টর জিএ সোলাঙ্কি বলেন, ‘অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে।’ একই সঙ্গে অভিযুক্তর খোঁজে তল্লাশি চলছে বলেও জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)