• হিমাচলের জন্মভিটেয় স্মরণ বায়ুসেনার শহিদ পাইলটকে
    বর্তমান | ২৩ নভেম্বর ২০২৫
  • ধর্মশালা ও হামিরপুর: দুবাইয়ের এয়ার শোতে তেজস যুদ্ধবিমান ভেঙে শুক্রবার প্রাণ হারিয়েছেন বায়ুসেনার উইং কমান্ডার নমংশ সিয়াল। সেই খবর আসতেই শোকস্তব্ধ হিমাচল প্রদেশের কাংড়া জেলার পাতিয়ালকর গ্রাম। মধ্য তিরিশের শহিদকে স্মরণ করে স্থানীয়রা বলছেন, ওর দেশপ্রেম প্রশ্নাতীত। দারুণ অ্যাথলিট ছিল। নিজের জীবনের আহুতি দিয়ে এয়ার শোতে আসা শত শত মানুষের প্রাণ বাঁচিয়ে নজির সৃষ্টি করেছে নমাংশ। 

    শনিবার সকাল থেকে তাঁর বাড়িতে আসতে শুরু করেন পাড়া-প্রতিবেশীরা। শহিদের পরিবারকে সমবেদনা জানান তাঁরা। উইং কমান্ডার নমংশের কাকা যোগীন্দরনাথ জানিয়েছেন, শনিবার সকালে কোয়েম্বাটোরের কাছে সুলুর বায়ুসেনা ঘাঁটিতে দেহ পৌঁছবে। রবিবার কাংড়ার গগ্গল বিমানবন্দর হয়ে বাড়িতে আনা হবে। তিনি জানান, ওঁর স্ত্রীও এয়ারফোর্সে কর্মরত। ছ’বছরের এক শিশুকন্যাও রয়েছে। পাঠানকোটে পোস্টিংয়ের সময় নমংশ ও তাঁর স্ত্রীর প্রথম দেখা হয়। ২০১৪ সালে তাঁরা বিয়ে করেন। কথাগুলো বলতে বলতে গলা ধরে আসে যোগীন্দরের। নিজেকে সামলে বলেন,  শুক্রবার দুপুরে খবর পাই। প্রথমে বিশ্বাসই হয়নি। পরে খবর দেখে নমংশের বাবা-মাকে জানাই। প্রথমে ভেবেছিলাম, জখম হয়েছে। অত্যন্ত প্রতিভাবান ছেলে ছিল। কিন্তু, হঠাৎই সব শেষ হয়ে গেল। 

    হামিরপুর জেলার সৈনিক স্কুলে পড়তেন নমংশ। তাঁর মৃত্যুর খবর আসার পর শনিবার সেখানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছিল। স্কুলের এক প্রবীণ কর্মী রাকেশ রানা বলেন, চেনাব হাউসের ক্যাপ্টেন ছিল। খেলাধুলোতে জুরি মেলা ভার। স্কুলের প্রাক্তনীরাও সহপাঠীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। পুরনো ছবি, মুহূর্ত ঘুরে ফিরে আসছে তাঁদের স্মৃতিকথায়। 
  • Link to this news (বর্তমান)