• সীমাঞ্চল নিয়ে বিশেষ শর্ত, বিহারের নীতীশ সরকারকে পূর্ণ সমর্থনের ঘোষণা ওয়েইসির
    বর্তমান | ২৩ নভেম্বর ২০২৫
  • পাটনা: সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেস ও আরজেডির। এসআইআর ইশ্যু থেকে ভোট চুরির অভিযোগ। বিরোধী শিবিরের কোনও কৌশলই ধোপে টেকেনি। তবে বিহারে এনডিএ জোটের একাধিপত্যের মাঝেই নিজেদের জায়গা ধরে রেখেছে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম। ওয়েইসি জানিয়েছেন, সীমাঞ্চল নিয়ে নির্দিষ্ট শর্ত মানলেই নীতীশ কুমার তথা এনডিএ সরকারকে সম্পূর্ণ সমর্থন করতে প্রস্তুত মিম। এনিয়েই বিরোধী শিবিরে গুঞ্জন শুরু হয়েছে। বিরোধীদের একাংশের কথায়, মিম বিজেপির বি টিম। আগেই সীমাঞ্চলের ভোট কেটে শাসক শিবিরকে সুবিধা করে দিয়েছে। এবার প্রকাশ্যে সমর্থনের কথা বলছে। 

    আমোরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ওয়েইসি বলেন, ‘আমরা নীতীশ কুমারের সরকারকে পূর্ণ সমর্থন জানাতে প্রস্তুত। তবে দীর্ঘদিন ধরে অবহেলিত সীমাঞ্চলের প্রতি ন্যায়বিচার করতে হবে।’ শর্তসাপেক্ষ সমর্থনের পিছনে সীমাঞ্চলের একাধিক ইশ্যু তুলে ধরেছেন তিনি। তাঁর কথায়, এলাকার নদী ভাঙন, পরিযায়ী সমস্যা, অনুপ্রবেশ, ক্রমবর্ধমান অপরাধ ও দুর্নীতি দমনে সরকারকে অগ্রণী ভূমিকা নিতে হবে। তবে নীতীশের সরকারের পাশে রয়েছে মিম। 

    আরজেডি-কংগ্রেসের দুর্দিনেও পাঁচটি আসন দখল করেছেন মিম। তাই স্বস্তিতে ওয়েইসি। জনগণের স্বার্থে বিধায়কদের জন্য কিছু নিয়ম বেঁধে দিয়েছেন মিম প্রধান। তাঁর বক্তব্য, সপ্তাহে দু’দিন করে নিজেদের বিধানসভা কেন্দ্রের কার্যালয়ে বসবেন পাঁচ বিধায়ক। আমজনতার সঙ্গে সাক্ষাৎ করবেন। তাঁদের অভাব-অভিযোগের কথা শুনবেন। প্রমাণ হিসেবে হোয়াটসঅ্যাপে সুপ্রিমোকে নিজেদের লোকেশন সহ ছবি পাঠাবেন বিধায়করা। -ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)