এসআইআর নিয়ে সচেতন ও ফর্ম দ্রুত জমা দিতে প্রচার শুরু লোকশিল্পীদের
বর্তমান | ২৩ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: ইনিউমারেশন ফর্ম জমার কাজ দ্রুত শেষ করতে এবারে অভিনব উদ্যোগ হেমতাবাদ ব্লক প্রশাসনের। লোকশিল্পীদের নিয়ে গান বেঁধে প্রচারে নামল প্রশাসন। এসআইআর নিয়ে সচেতন করতে এবং ফর্ম পূরণ করে জমা দিতে মানুষকে বার্তা দিচ্ছেন লোকশিল্পীরা। শনিবার দুপুরে হেমতাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ৬ জন লোকশিল্পী নিয়ে একটি ট্যাবলো হেমতাবাদ ব্লকজুড়ে প্রচার শুরু করে। প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত, জয়েন্ট বিডিও দুলাল চন্দ্র পাল প্রমুখ।
এলাকায় এলাকায় শিল্পীদের কণ্ঠে শোনা যায়, ‘বিএলও যাচ্ছে বাড়ি বাড়ি/ দুই খান ফরম হাতে ধরি/ একখান ফরম ফিলআপ করি/ দিবেন তোমরা তাড়াতাড়ি..’
বিডিও বলেন, সাধারণ মানুষের কাছে তথ্য বা বার্তা পৌঁছে দিতে লোকসংস্কৃতি একটি কার্যকর মাধ্যম। এসআইআর নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডিও’র সংযোজন, আমরা লোকশিল্পীদের সঙ্গে বসে এসআইআর নিয়ে গান বেঁধে দিয়েছি। লোকশিল্পীরা সেই গান গ্রামের জনবহুল এলাকায় ঘুরে ঘুরে প্রচার করবেন। এই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। মানুষ যাতে এসআইআর নিয়ে অহেতুক আতঙ্কিত না হন, সচেতন নাগরিকের মতো ফর্ম পূরণ করে দ্রুত জমা দেন, তার বার্তা দেওয়া হচ্ছে।
রঙিন বেলুনে সাজানো ব্যানার, ফেস্টুন সহ গাড়িতে ছয়জন লোকশিল্পী ইতিমধ্যে গান গেয়ে প্রচার শুরু করেছেন।
কণ্ঠশিল্পী পরেশচন্দ্র বিশ্বাস ও শেখ করিম বলেন, আগেও আমরা সরকারি উদ্যোগে বিভিন্ন প্রচারমূলক কাজ করেছি। ব্লক প্রশাসনের নির্দেশে এবারে গান গেয়ে প্রচারের পাশাপাশি সাধারণ মানুষকে এসআইআর নিয়েও সচেতন করতে হচ্ছে। এতে বেশ ভালোই লাগছে।
ব্লক প্রশাসনের কর্তারা জানান, সাধারণ মানুষ মাইকিংয়ের থেকে বেশি এই ধরনের লোকসঙ্গীত শুনতে ভালোবাসেন। তাই গানের লাইন বেঁধে দেওয়া হয়েছে। এই গান সাধারণ মানুষের মুখে মুখে ঘুরলে প্রচার অনেকটাই বেশি হবে। নিজস্ব চিত্র