সংবাদদাতা, চাঁচল: একসময় কংক্রিটের রাস্তা দিয়ে দিব্যি হাঁটাচলা করতেন শিশু থেকে বয়স্করা। বর্তমানে মাটি ধসে সেই রাস্তা যেন জমির আলের মতো সরু হয়েছে। প্রতিদিন চলছে ঝুঁকি নিয়ে যাতায়াত। সেই পথ যন্ত্রণার ভোগান্তি থেকে এক দশকেও মুক্তি পাননি মালদহের রতুয়া-১ ব্লকের সামসি গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর পূর্বপাড়ার বাসিন্দারা।
বাসিন্দাদের দাবি, রাস্তার পাশে পুকুর থাকায় প্রতি বছর মাটি ধসে যাচ্ছে। বছরের পর বছর রাস্তার নীচের মাটি পুকুরে চলে যাওয়ার ফলে বিলীন হওয়ার মুখে এলাকার ওই একমাত্র রাস্তা। এর আগে প্রশাসনিক মহলে একাধিকবার দরবার করলেও গার্ডওয়াল হয়নি বলে অভিযোগ। এমনকি দুয়ারে সরকার শিবিরে আবেদন করলেও কাজ হয়নি। ঠিক সময়ে মেরামত হলে ভোগান্তি হত না বলে দাবি।
তিন ও চার চাকার গাড়ি আর ঢুকতে পারে না ওই রাস্তা দিয়ে। বর্তমানে সাইকেল ও বাইক নিয়ে যাওয়া অনেক ঝুঁকির। যে কোনও সময় পুকুরে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে দাবি স্থানীয়দের।
গ্রামের বাসিন্দা মনিরুল ইসলামের কথায়, দ্রুত গার্ডওয়াল নির্মাণ না হলে বাড়িগুলিও এবার পুকুরে ভেঙে পড়বে। রোগীকে হাসপাতাল নিয়ে যাওয়ার প্রয়োজন হলে বেহাল রাস্তার জন্য অ্যাম্বুলেন্সও ঢোকে না গ্রামে।
আরেক বাসিন্দা নুরুল ইসলামের কথায়, এই রাস্তা দিয়ে নিয়মিত মসজিদে যাই। রাস্তার ৭৫ শতাংশ পুকুরে চলে গিয়েছে। আলের মতো রাস্তা দিয়ে যেতে দুর্ঘটনার আশঙ্কা থাকছে। গার্ডওয়াল হলে সব সমস্যা মিটে যাবে।
জেলা পরিষদের স্থানীয় সদস্য ও শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক বলেন, রাস্তার জন্য টাকা বরাদ্দ হয়েছে। দ্রুত কাজ শুরু হবে। নিজস্ব চিত্র