শিশু সুরক্ষায় বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধির নির্দেশ বিচারপতির, শিলিগুড়িতে আট জেলাকে নিয়ে বৈঠক
বর্তমান | ২৩ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, শিলিগুড়ি: নাবালিকা বিয়ে থেকে যৌন নির্যাতন। নাবালিকা পাচার থেকে কিশোরী অবস্থায় গর্ভবতী! উত্তরবঙ্গে এধরনের ঘটনা ক্রমবর্ধমান। এর মোকাবিলায় সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তথা জুভেনাইল জাস্টিস বোর্ডের চেয়ারম্যান শম্পা সরকার। শনিবার তিনি শিলিগুড়ি শহরের মৈনাক ট্যুরিস্ট লজে একটি সভায় এমন নির্দেশ দেন। তাতে উত্তরবঙ্গে আট জেলার পুলিশ, প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকররা হাজির ছিলেন।
এদিন শিশু সুরক্ষা নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করা হয়। ক্লাস্টার-৩ পর্যায়ের এই বৈঠক আয়োজন করে কলকাতা হাইকোর্টের অধীনে কিশোর ন্যায় কমিটি এবং রাজ্য সরকারের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জুভেনাইল জাস্টিস বোর্ডের চেয়ারপার্সন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার। উপস্থিত ছিলেন জুভেনাইল জাস্টিস বোর্ডের সদস্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি স্মিতা দাস দে, মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তরের প্রধান সচিব সঙ্ঘমিত্রা ঘোষ, সিআরটি’র ডিরেক্টর সানা আখতার, সিআইডির ডিআইজি সোমা দাস মিত্র সহ অন্যান্যরা।
এছাড়া, বিচার বিভাগীয় বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ জেলা ও দায়রা বিচারক, অতিরিক্ত জেলা বিচারক, প্রধান ম্যাজিস্ট্রেট, ডিএলএসএ-র সচিব, পুলিশ ও স্বাস্থ্যদপ্তরের পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এদিনের সভায় ঝুঁকিপূর্ণ শিশুদের বিভিন্ন সমস্যা যেমন—বাল্যবিবাহ, কিশোরী অবস্থায় গর্ভধারণ, পসকো মামলা এবং শিশুদের পুনর্বাসন ও পুনরুদ্ধার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তাতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়কে আরও সুসংহত করার উপরে জোর দেওয়া হয়েছে।