• ভোট প্রাক্কালে বঙ্গে বিজেপির রথযাত্রা, ৫ জোনের দায়িত্বে ভিন রাজ্যের ৫ নেতা
    বর্তমান | ২৩ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের মুখে ঘুরে দাঁড়াতে বাংলা বাঁচাও যাত্রা করবে সিপিএম। এক মাস ধরে এই কর্মসূচি চলবে। এর পাশাপাশি এবার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ফের রথযাত্রার আয়োজন করছে।

    ফেব্রুয়ারিতে যাত্রা শুরুর নীল নকশা প্রায় তৈরি করেছে ফেলেছে গেরুয়া শিবির। ঠিক হয়েছে, বিজেপির পাঁচটি সাংগঠনিক জোন থেকে হবে রথযাত্রার সূচনা। পশ্চিমবঙ্গকে পাঁচটি ভাগে ভাগ করে পঞ্চরথ নিয়ে ভোট প্রচারের সুর সপ্তমে তোলার কৌশল নিয়েছে পদ্মপার্টি। ২৯৪টি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে রথ পৌঁছবে কলকাতায়। সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এনে ব্রিগেডে সভা করার পরিকল্পনাও রয়েছে তাদের। রথযাত্রার সূচনা লগ্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ প্রথম সারির নেতাদের আনার চেষ্টা চলছে। রথাযাত্রা বিজেপি রাজনীতির ট্রেড মার্ক হিসেবে পরীক্ষিত। সারাদেশে বিজেপির প্রভাব যে সময় ছিল না তখন লালকৃষ্ণ আদবানি রথযাত্রা করেছিলেন। যা দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। তারপর থেকে বিভিন্ন রাজ্যে বিজেপির সাফল্যের নেপথ্য কারিগর হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে রথযাত্রা। বাংলায় সেই পরিচিত ‘ওষুধ’ ফের প্রয়োগ করতে চাইছে বিজেপি। কিন্তু আগে এক প্রয়াস ডিভিডেন্ড দেয়নি। প্রশাসনের অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হতে হয়েছিল কেন্দ্রীয় শাসকদলকে। নানা শর্ত আরোপ হওয়ায় বিজেপির রথযাত্রা জৌলুস হারিয়েছিল। 

    অন্যদিকে, পার্টির সাংগঠনির পাঁচটি জোনের মাথায় ভিন রাজ্য থেকে পাঁচজন সাধারণ সম্পাদক সংগঠন পদমর্যাদার নেতা এসেছেন বাংলায়। যাঁদের হাতে সংশ্লিষ্ট জোনের সামগ্রিক দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। অনেকের বক্তব্য, ‘এর ফলে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী কার্যত পদে বসে থাকবেন। তাঁর সমস্ত ক্ষমতা সিজ করে নেওয়া হল।’ 
  • Link to this news (বর্তমান)