‘এসআইআর রাজনৈতিক গণহত্যা’ মত নির্মলার স্বামী প্রভাকরের
বর্তমান | ২৩ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় এসে এসআইআরের তীব্র বিরোধীতা করলেন অর্থনিতীবিদ প্রভাকর পারাকালা, যোগেন্দ্র যাদব। এসআইআরকে ‘রাজনৈতিক গণহত্যা’ বলে অভিহিত করলেন প্রভাকর। যোগেন্দ্র বললেন, এসআইআর ভোটার তালিকার রিভিশন নয়। এটি আসলে ভোটের অধিকার কেড়ে নেওয়ার পন্থা। এর পাশাপাশি বাংলার মানুষকে, বিএলও-দের সজাগ থাকতে বললেন তিনি। যোগেন্দ্র বিএলওদের উদ্দেশে বলেন, আপনারা কোনও সরকারের কর্মচারি নন। আপনারা সংবিধানের জন্য কাজ করছেন।
শনিবার বিকেলে ‘দেশ বাঁচাও গণমঞ্চ’ ও ‘দ্যা এডুকেশনিস্ট ফোরাম’-এর উদ্যোগে প্রেস ক্লাবে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রভাকর পারাকালা, যোগেন্দ্র যাদব, ওমপ্রকাশ মিশ্র, পূর্ণেন্দু বসু সহ অন্যান্যরা। অর্থনীতিবিদ তথা দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী প্রভাকর বলেন, ‘এসআইআরের উদ্দেশ্য নির্বাচনী ইশ্যুর থেকেও অনেক বড়। এসআইআর আসলে ‘রাজনৈতিক গণহত্যা’। এখানে মানুষের হাত থেকে রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এটা কখনওই ভোটার তালিকার শুদ্ধিকরণ নয়। এটা আসলে ভারতের রাজনৈতিক শুদ্ধিকরণ।’ তাঁর অভিযোগ, এসআইআরের মাধ্যমে ঘুরপথে সিএএ লাগু করার কাজ চলছে। তিনি আরও বলেন, ‘এসআইআরের মাধ্যমে সরকার ভোটার বদলে দিচ্ছে। যেখানে ভোটারদের সরকার বদলানোর কথা ছিল।’ অন্যদিকে, যোগেন্দ্র যাদব বলেন, ‘আমি প্রথম থেকেই বলে আসছি, এসআইআর বাংলার জন্যই করা হয়েছে। তাই বাংলার মানুষের কাছে আমার অনুরোধ, নিবেদন, আপনারা সজাগ থাকুন। এসআইআর কখনওই ভোটার তালিকা শুদ্ধিকরণের জন্য নয়। এটা ভোটের অধিকার কেড়ে নেওয়ার কল। এরকম কখনও হয়নি। এটা একেবারে নতুন।’ এদিনের সংবাদিক সম্মেলন থেকে অভিযোগ তোলা হয়, এই গোটা প্রক্রিয়ার সঙ্গে বিজেপি-আরএসএসের চক্রান্ত। তার সঙ্গে রয়েছে নির্বাচন কমিশনও। নিজস্ব চিত্র।