• জয়নগরে কাজের চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি বিএলও, চাঞ্চল্য
    বর্তমান | ২৩ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও বারাকপুর, সংবাদদাতা, বারুইপুর: কাজের চাপ আর নিতে পারছেন না বিএলওরা। শনিবার দক্ষিণ ২৪ পরগনার কমল নস্কর নামের এক বিএলও হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে খবর। পরিবারের অভিযোগ, কাজের চাপ সহ্য করতে না পেরেই তাঁর এই পরিণতি। আবার হুগলির এক মহিলা বিএলও কাজের চাপে কেঁদে ফেলেছেন।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কমল নস্কর জয়নগরের হরিনারায়ণপুরের ৩১ নম্বর বুথের বিএলও। তিনি দুয়ের পল্লি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ১১৬০টি ফরম ইতিমধ্যেই ভোটারদের বাড়িতে পৌঁছে দিয়েছেন। ফর্ম সংগ্রহ করেছেন মাত্র কুড়িটি। শনিবার বিকেলে জয়নগর ১ নম্বর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিএলওদের নিয়ে একটি বৈঠক করেন। তিনি ২৬ তারিখের মধ্যে সমস্ত বিএলওদের ফর্ম সংগ্রহ করে জমা দেয়ার নির্দেশ দেন। বৈঠক শেষে বাড়িতে আসেন কমলবাবু। পরিবারের দাবি, চাপ না নিতে পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ও জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসও। 

    অন্যদিকে, এক মহিলা বিএলওর কান্নার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভাইরাল ভিডিয়োর বিএলওর নাম সুনীতা মুখোপাধ্যায়। তিনি হুগলির পাণ্ডুয়ার বৈঁচিগ্রামের একটি স্কুলের শিক্ষিকা। পরিবার সূত্রে খবর, গত বৃহস্পতিবার কাজের গতি না থাকার অভিযোগে তাঁকে ব্লক অফিসে তলব করা হয়েছিল। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। 

    সুনীতাদেবী অবশ্য শনিবার সংবাদমাধ্যমকে বলেন, আমি কাজ ছাড়তে চাইনি। কিন্তু কাজের চাপ খুবই শারীরিক, মানসিক অস্থিরতা তৈরি করছে। এদিন ব্লক প্রশাসন এনিয়ে অবশ্য মন্তব্য করতে চায়নি। এদিকে, মদ খেয়ে বাড়ি বাড়ি ইনিউমারেশন ফর্ম নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক বিএলও’র বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নৈহাটি বিধানসভার মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতে। অভিযুক্ত বিএলও বলেছেন, ‘বৃহস্পতিবার রাতে খেয়েছিলাম।’ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় মানুষ।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)