বাংলাদেশি তরুণীদের দিয়ে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেফতার ১
বর্তমান | ২৩ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশ থেকে কিশোরী ও তরুণীদের নিয়ে এসে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ। এই তরুণীদের দিয়ে ডেটিং অ্যাপও চালানো হত। ডানকুনি এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে এই চক্র চালাচ্ছিলেন এক বাংলাদেশি। ঘটনায় জড়িত সন্দেহে রাসেল সিকদার নামে ওই বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে থানা। উদ্ধার করা হয়েছে এক তরুণীকেও।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার তাদের কাছে খবর আসে যে, ডানকুনি থানা এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে নারীপাচার চক্র চলছে। এর মাথা রাসেল। কাজের টোপ দিয়ে বাংলাদেশি মহিলাদের এখানে নিয়ে আসা হচ্ছে। তারপর তাঁদের দেহ ব্যবসায় নামানো হচ্ছে। তার ভিত্তিতে ডানকুনি থানার অফিসাররা ওই ফ্ল্যাটে হানা দেন। সেখান থেকে এক তরুণী ও চক্রের পান্ডা রাসেল কে আটক করা হয়।
ওই তরুণী জেরায় অফিসারদের জানান, তিনি বাংলদেশের নাগরিক। এখানে এসে নাম পাল্টে আধার, ভোটার কার্ড তৈরি করা হয়েছে। কাজের লোভ দেখিয়ে এখানে নিয়ে আসার পর দেহ ব্যবসায় নামানো হয়। তাঁর সঙ্গে আরও অনেক কিশোরী ও তরুণীকে বাংলাদেশ থেকে আনা হয়েছিল। তাঁদের পাচার করা হয় বেঙ্গালুরু, মুম্বই সহ ভিন রাজ্যে। পাশাপাশি চক্রের পান্ডা একটি ডেটিং অ্যাপ চালান।
চক্রের পান্ডা রাসেলকে গ্রেফতার করে ডানকুনি থানা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জেনেছেন, তাদের একটি সিন্ডিকেট রয়েছে। যারা বাংলাদেশ থেকে তরুণী বা কিশোরী পাঠাচ্ছে। তাঁদের রিসিভ করছেন রাসেল। এখানে তৈরি হচ্ছে ভারতীয় বার্থ সার্টিফিকেট, আধার ও ভোটার কার্ড। তাই দিয়ে তৈরি হচ্ছে পাসপোর্ট। এরপর ওই তরুণীদের ভিন রাজ্যে পাঠানো হচ্ছে। মোটা টাকার বিনিময়ে সেখানকার নারীপাচার চক্রের হাতে তাদের বিক্রি করা হচ্ছে। ধৃতকে জেরা করে নারীপাচার চক্রে জড়িত বাকিদের বিষয়ে তথ্য জোগাড় চলছে।