• শহরের হোটেলে নৃশংস খুন যুবক, তরুণী সহ উধাও সঙ্গী
    বর্তমান | ২৩ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহান্তে শহর কলকাতায় ফের নৃশংস হত্যাকাণ্ড! গত মাসেই পার্ক স্ট্রিটের একটি হোটেলের ঘরে বক্স খাটের মধ্যে মিলেছিল এক যুবকের দেহ। এবার ঘটনাস্থল কসবা। হোটেলের কামরায় রহস্যজনকভাবে খুন এক যুবক! রুম থেকে মিলেছে বিবস্ত্র দেহ। তাঁর সঙ্গে হোটেলে ‘চেক ইন’ করেছিলেন এক তরুণী ও এক যুবক। দু’জনেই উধাও!

    মৃতের নাম আদর্শ লোসালকা। বছর তেত্রিশের ওই যুবক পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। সল্টলেকে একটি বিখ্যাত সংস্থার সিনিয়র অ্যাসোসিয়েট পদে কর্মরত ছিলেন। আসল বাড়ি বীরভূমের দুবরাজপুরের বাজারপাড়ায়। তবে গত কয়েক বছর ধরে তিনি লেকটাউনের বাঙ্গুর অ্যাভিনিউতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বন্ধুদের সঙ্গে থাকতেন। শনিবার দুপুরে কসবার অ্যাক্রোপলিস মলের পিছনে একটি হোটেলের রুম থেকে বিবস্ত্র অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের ক্ষত ছিল। নাক দিয়ে চুঁইয়ে বের হচ্ছিল রক্ত। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে খুন বলেই মনে করছে লালবাজারের হোমিসাইড শাখা। ঘটনাস্থলে তদন্তে যান গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এবং ডি সি (এসএসডি) বিদিশা কলিতা দাশগুপ্ত। নিয়ে যাওয়া হয় গোয়েন্দা কুকুরও। তবে তেমন কোনও দিশা মেলেনি। 

    পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে এক তরুণী ও এক যুবকের সঙ্গে কসবার শান্তিপল্লির ওই হোটেলে ‘চেক ইন’ করেন আদর্শ। হোটেলের রেজিস্টারে লেখা হয়, কলকাতায় ঘুরতে এসেছেন তিনজনে। ভোরের দিকে ওই তরুণী ও যুবক ‘চেক আউট’ করেন।

    শনিবার বেলার দিকে বিস্তর ডাকাডাকির পরেও কামরার দরজা না খোলায়, পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে আদর্শর মৃতদেহ দেখতে পান হোটেল কর্মীরা। আদর্শের সঙ্গী যুবক ও তরুণীর খোঁজ শুরু হয়েছে। তাঁদের শনাক্ত করতে খতিয়ে দেখা হচ্ছে হোটেল ও সংলগ্ন রাস্তার সিসি ক্যামেরার ফুটেজও। তদন্তকারীরা মনে করছেন, খুনের ঘটনায় ওই তরুণীকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করা হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে মিলেছে কনডোম এবং বিয়ারের বোতল। ফলে ওই তরুণী ‘এসকর্ট’ সার্ভিসে যুক্ত কি না, খতিয়ে দেখা হচ্ছে তাও।

    আদর্শর বাবা দুবরাজপুরের কাপড়ের ব্যবসায়ী বিমল লোসালকা জানিয়েছেন, ‘শুক্রবার রাতে ছেলে ফোনে জানিয়েছিল, সাঁইথিয়া থেকে এক বন্ধু আসছে। তার সঙ্গে দেখা করতে বাইক নিয়ে নিউ আলিপুর যাচ্ছি। তারপর শনিবার বিকেলে পুলিশ জানাল, কসবার হোটেলের কামরায় ওর মৃতদেহ মিলেছে।’ আদৌ সাঁইথিয়ার কোনও বন্ধু সেদিন কলকাতায় এসেছিলেন কি না, তার খোঁজও শুরু করেছেন তদন্তকারীরা। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, ‘সম্ভবত খুন করা হয়েছে ওই যুবককে। কিন্তু কেন এই খুন, তা এখনও পরিষ্কার নয়।’ গোয়েন্দাদের অনুমান, বালিশ জাতীয় কিছু মুখে চেপে ধরে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে আদর্শকে।  
  • Link to this news (বর্তমান)