১০ হাজারে সরকারি হাসপাতালের বেড! পিজি ও মেডিকেলে গ্রেফতার ২ দালাল
বর্তমান | ২৩ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘১০ হাজার টাকা দিন। আপনার রোগীর জন্য বেড আমি ব্যবস্থা করে দেব। রাতেও আপনারা হাসপাতালের ভিতরে ঢুকে রোগীকে দেখতে পাবেন। কোনও অসুবিধা হবে না।’
যদিও এর আগে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ রোগীর পরিজনকে জানিয়ে দিয়েছিল, বেড নেই। তাই রোগী ভর্তি করা যাবে না। তাহলে রোগীর কি হবে? বিনা চিকিৎসায় শারীরিক অবস্থা আরও খারাপ হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে এই সংক্রান্ত আলাপ-আলোচনা যখন চলছে, তখন পাশ থেকে ১০ হাজারের বিনিময়ে বেড পাইয়ে দেওয়ার আশ্বাস দেন এক যুবক।
সেই টোপ গিলে নেয় রোগীর পরিবার। দু’দফায় ছ’হাজার টাকা দেন তারা। কিন্তু বেড পাইয়ে দিতে পাঁচদিন সময় লাগবে বলে জানান ওই যুবক। তাতে সন্দেহ হয় রোগীর পরিবারের। বউবাজার থানায় যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। মামলা রুজু করে পুলিশ। তদন্তভার নেয় লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখা। শুক্রবার রাতে মেডিকেল কলেজ চত্বর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম শচীন রাউত (২৮)। শনিবার তাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। বিচারক ধৃতকে ২৯ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
একই ঘটনা ঘটেছে এসএসকেএম হাসপাতালেও। সেখানেও বেড পাইয়ে দেওয়ার নাম করে এক রোগীর পরিজনের কাছ থেকে আট হাজার টাকা চান এক যুবক। গোপন সূত্র মারফত হাসপাতালের ভিতরে দালাল চক্রের খবর পায় এসএসকেএমের পুলিশ আউটপোস্ট। ভবানীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পিজির ভিতর থেকে এক যুবককে গ্রেফতার করে। তার নাম গোলাম রসুল (৪৫)।
পুলিশ সূত্রে খবর, এই ব্যক্তির বিরুদ্ধে আগেও দালালচক্র চালানোর অভিযোগ রয়েছে। তবে সে একা নয়। পিজির ভিতরের দালাল চক্রে আরও কয়েকজন জড়িত। তাদের সন্ধানে খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃতকে এদিন আলিপুর আদালতে পেশ করা হয়। বিচারক অভিযুক্তের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।