যৌন নির্যাতনের মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সজাগ থাকতে হবে: সিপি
বর্তমান | ২৩ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘এসএসকেএম হাসপাতালের মধ্যে যৌন নির্যাতনের মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।’ শনিবার দুপুরে আলিপুর বডিগার্ড লাইনে কলকাতা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্সে ঠিক এই ভাষাতেই সব থানার ওসিকে সতর্ক করে দিলেন সিপি মনোজ ভার্মা।
উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর মাসের শেষ দিকে মায়ের সঙ্গে চিকিৎসা করাতে এসে এসএসকেএম হাসপাতালে যৌন নির্যাতনের শিকার হয় এক নাবালিকা কিশোরী। ডাক্তার দেখানোর নাম করে তাকে ডেকে নিয়ে গিয়ে মহিলাদের শৌচাগারে ঢুকিয়ে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এসএসকেএমের মতো রাজ্যের প্রথম সারির সরকারি হাসপাতালের এই ঘটনায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে পুলিশের ভূমিকায় উষ্মা প্রকাশ করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, সম্ভবত সেই কারণেই এদিন প্রায় ঘণ্টা দু’য়েকের ক্রাইম কনফারেন্সে বাহিনীকে হাসপাতালে এমন অবাঞ্ছিত ঘটনা আটকানোর বার্তা দিয়েছেন সিপি। সিপি বলেছেন, ‘এই ধরনের বাজে ঘটনার কারণে সমাজে ভুল বার্তা যায়।’
আগামী ৯ ডিসেম্বর রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্যজুড়ে এসআইআরের কাজ চলছে পুরোদমে। সিপি এদিনের বৈঠকে এসআইআর নিয়ে কথা প্রসঙ্গে ওসিদের সতর্ক করে বলেছেন, ‘খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলে কলকাতা সহ গোটা রাজ্যে বিক্ষোভ, মিছিল সংগঠিত হতে পারে। এ বিষয়ে সবাইকে বাড়তি নজর রাখতে হবে।’