সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোগীদের বিছানায় শুয়ে পথকুকুর! শয্যাকক্ষে অবাধ বিচরণ তার। এমন ঘটনা সরকারি হাসপাতালে। পথকুরের ঘুরে বেড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ঘটনার পর এক সাফাইকর্মীকে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘনাটি ঘটেছে বিজেপিশাসিত মধ্যপ্রদেশে। কিলাউড কমিউনিটি হেলথ সেন্টারে কাণ্ডটি ঘটেছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে পথকুকুরটি ঘুরছে সেন্টারে মধ্যে। শুধু তাই নয় রোগীদের জন্য বরাদ্দ বেডে শুয়ে থাকতেও দেখা গিয়েছে তাকে। এই ঘটনার পরই শোরগোল পড়ে। রোগী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তড়িঘড়ি আসরে নামে কর্তৃপক্ষ।
ব্লক মেডিকেল অফিসার ডাঃ ধর্মেন্দ্র শর্মা তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি সঙ্গে সঙ্গে সাফাইকর্মীকে কাজ থেকে সরিয়ে দেন। কালেক্টর ঋষভ গুপ্ত সাংবাদিকদের বলেন, “ঘটনার জন্য যে বা যাঁরা দায়ী তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।” ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ক্ষোভ চেপে রাখেনি নেট নাগরিকেরা। রোগীদের বিছানায় কী করে পথ কুকুর উঠে পড়ল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। নেট নাগরিকদের একাংশ আবার রোগী নিরাপত্তা ও হেলথ সেন্টারের সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।