• LIVE: গাজ়ায় ফের হামলা ইজ়রায়েলের, মৃত ২৪
    এই সময় | ২৩ নভেম্বর ২০২৫
  • গাজ়ায় ফের হামলা চালালো ইজ়রায়েল। ৫ জন সিনিয়র হামাস নেতার মৃত্যুর দাবি করেছে ইজ়রায়েল। গাজ়ার স্বাস্থ্য আধিকারিকরা ইজ়রায়েলি হামলায় ২৪ জনের মৃত্যুর কথা জানিয়েছেন।

    পূর্ব ঘোষণা মতোই রবিবার সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ। জানা গিয়েছে রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। মূলত রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত। টার্ফ ভিউ থেকে গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে হেস্টিংস ক্রসিংয়ের অভিমুখে। কেপি রোড, জিরাট আইল্যান্ডের পশ্চিমমুখী গাড়ি ১১ ফার্লং গেট ঘুরে, সেন্ট জর্জ গেট রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছে। পূর্বমুখী গাড়ি হেস্টিংস ক্রসিং থেকে বাঁ-দিকে বাঁক নিয়ে সেন্ট জর্জ গেট রোড, স্ট্র্যান্ড রোড ধরে যাতায়াত করছে।

    নিজের পোলট্রি ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির। জানা গিয়েছে, শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কুলতলিতে মুরগির খাবার দেওয়ার জন্য ফার্মে গিয়েছিলেন মালিক সুব্রত সর্দার (৩৭)। অনুমান, সেই সময়েই বিদ্যুতের তারে শর্ট সার্কিট হয়ে মৃত্যু হয় তাঁর। পরে, তাঁর স্ত্রী গিয়ে সুব্রতকে ফার্মে পড়ে থাকতে দেখেন। সুব্রতকে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

    এনিউমারশন ফর্ম সংশোধনের কাজ করতে গিয়ে সংজ্ঞা হারালেন এক BLO। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে। জানা গিয়েছে, রাজপুর–সোনারপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১৯ নম্বর বুথের BLO তনুশ্রী হালদার নাইয়া শনিবার বুথে বসেই ফর্ম সংশোধনের কাজ করছিলেন। সেই সময়ই অজ্ঞান হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য  নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল।

  • Link to this news (এই সময়)