• ভোটের মুখে বেআইনি অস্ত্র উদ্ধারে জোর দিতে নির্দেশ নগরপালের
    আনন্দবাজার | ২৩ নভেম্বর ২০২৫
  • সামনে বিধানসভা নির্বাচন। তার আগে বেআইনি অস্ত্র উদ্ধারে জোর দিতে বাহিনীকে নির্দেশ দিলেন কলকাতার নগরপাল মনোজ বর্মা। শনিবার মাসিক অপরাধ দমন বৈঠকে নগরপাল গোয়েন্দা বাহিনী ও থানাগুলিকে এই নির্দেশ দিয়েছেন।

    প্রসঙ্গত, কলকাতায় সাম্প্রতিক কয়েকটি ঘটনায় বেআইনি অস্ত্রের ব্যবহার হয়েছে। এত অস্ত্র দুষ্কৃতীদের হাতে কোথা থেকে আসছে, এই প্রশ্ন উঠেছে। নির্বাচনের আগে যাতে শহরে বেআইনি অস্ত্রের দাপট দেখা না যায়, তা নিশ্চিত করতেই বাহিনীকে এই নির্দেশ দেওয়া হল বলে মনে করছেন পুলিশকর্তারা। বৈঠকে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের ওসি এবং এসি-রা ছাড়াও উপ-নগরপালেরা ছিলেন।

    বৈঠকে আরও বলা হয়েছে, ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সতর্ক থাকতে হবে। এক পুলিশকর্তা জানান, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ, খসড়া তালিকা প্রকাশের পরে যাতে গোলমাল বা অশান্তি না হয়, তার জন্যও থানাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। ওই তালিকা প্রকাশের পরেই যাচাই প্রক্রিয়া শুরু হবে। যা নিয়ে গোলমালের আশঙ্কা আছে বলেই মনে করছে পুলিশ।
  • Link to this news (আনন্দবাজার)