• ১০০ দিনের কাজ, জোর মজুরি বাজেট তৈরিতে
    আনন্দবাজার | ২৩ নভেম্বর ২০২৫
  • রাজ্যে অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করতে সম্প্রতি ফের কেন্দ্রকে নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। কেন্দ্র এ ব্যাপারে এখনও কোনও পদক্ষেপ না-করলেও প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য। সেই মতো তৎপরতা শুরু হয়েছে হুগলিতেও। কাজের ভিত্তিতে শ্রমিকদের মজুরি বাবদ কত পাওনা হতে পারে, প্রত্যেক ব্লক আধিকারিককে সে সংক্রান্ত বাজেট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

    জেলা প্রশাসনের এক কর্তা বলেন, ‘‘পঞ্চায়েতগুলি জরুরি ভিত্তিতে ওই কাজ ইতিমধ্যেই শুরু করেছে।’’ ওই বাজেট তৈরির সাপেক্ষে কোন ধরনের কাজ হবে, তার খসড়া তালিকাও দেওয়া হয়েছে ব্লক আধিকারিকদের। তাঁরা জানান, এর মধ্যে রয়েছে পুকুর খনন, বন্যা নিয়ন্ত্রণ, সেচ, কালভার্ট, কংক্রিটের রাস্তা, নদীবাঁধ, স্কুলের শৌচাগার তৈরি ইত্যাদি।

    জেলা প্রশাসন সূত্রের খবর, চলতি অর্থবর্ষে (২০২৫-’২৬) কাজের লক্ষ্যেই দ্রুত বাজেট তৈরির জন্য ওই নির্দেশিকা দিয়েছে নবান্ন। প্রত্যেক পঞ্চায়েতকে এই প্রকল্পে অন্তত ২০টি কাজের পারিশ্রমিকের বাজেট তৈরি করতে হবে। পারিশ্রমিকের সঙ্গে উপকরণের ভারসাম্য বজায় রেখে বাজেট তৈরি করতে বলা হয়েছে।

    অনিয়মের অভিযোগে গত তিন বছর ধরে রাজ্যে ওই কেন্দ্রীয় প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। তা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও কম হয়নি। তৃণমূল-সহ কয়েকটি রাজনৈতিক দল এবং কিছু সংগঠন বার বার প্রকল্পটি চালু করার দাবি তুলে আসছে। রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করার নির্দেশ আগেও দিয়েছিল হাই কোর্ট। বলা হয়েছিল, ১ অগস্ট থেকে এই কাজ চালু করতে হবে। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। তবে, শীর্ষ আদালত কেন্দ্রের মামলা খারিজ করে দেয়।
  • Link to this news (আনন্দবাজার)