• এসআইআরের ‘কাজের চাপে’ মাথা ঘুরে পড়লেন বিএলও! জয়নগরের হাসপাতালে ভর্তি, দেখতে গেলেন বিডিও
    আনন্দবাজার | ২৩ নভেম্বর ২০২৫
  • ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) অভিযানের মাঝে অসুস্থ হয়ে পড়লেন আরও এক বিএলও। এ বার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। অসুস্থ বিএলওর পরিবারের দাবি, কাজের চাপে এই পরিস্থিতি হয়েছে তাঁর।

    অসুস্থ হয়ে পড়া ওই ব্যক্তির নাম কমলপদ নস্কর। হরিনারায়ণপুর পঞ্চায়েতের ৩১ নম্বর বুথের বিএলও তিনি। পেশায় স্কুলশিক্ষক। বছর পঞ্চাশের কমলপদ শনিবার বিকেলে বাড়ি বাড়ি এসআইআরের ফর্ম সংগ্রহ করে ফেরার পথে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান বলে খবর। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

    পরিবারের দাবি, গত কয়েক দিন ধরে এসআইআর সংক্রান্ত কাজের চাপে মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন প্রৌঢ়। অভিযোগ, সংশ্লিষ্ট বুথে প্রায় ১১৬০টি ফর্ম তাঁকে একা বিলি করতে হয়েছে তাঁকে। ফর্ম হাতে পেতে দেরি হওয়ায় বিলিতেও দেরি হয়েছে। ফলে ফর্ম ফেরত নেওয়ার সময়সীমা দেখে চাপে পড়ে যান তিনি। শনিবার পর্যন্ত খুব অল্প সংখ্যক ফর্ম ফেরত আনতে পেরেছিলেন কমলপদ। এ দিনই আবার পঞ্চায়েত দফতরে বৈঠকে নির্দেশ দেওয়া হয়, দ্রুত সমস্ত এসআইআর ফর্ম ফেরত আনতে হবে।

    অসুস্থ বিএলওর সিটি স্ক্যান করা হয়েছে। চিকিৎসা চলছে হাসপাতালে। এই ঘটনায় জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস দুষেছেন নির্বাচন কমিশনকে। তিনি বলেন, “কম সময়ে প্রচুর কাজের বোঝা চাপিয়ে দেওয়ায় রাজ্যের বহু কর্মী এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। কারও মৃত্যু হয়েছে, কেউ আত্মহত্যা করেছেন বলে খবর আসছে। আমার এলাকার এক বিএলও অস্বাভাবিক কাজের চাপের কারণে অসুস্থ।” তিনি আশ্বাস দেন, কমলপদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হবে। জয়নগর-১ ব্লকের বিডিও শুভদীপ দাস জানান, অসুস্থ বিএলওর চিকিৎসা চলছে। তাঁরা খোঁজ নিয়েছেন। শুভদীপ বলেন, ‘‘আমি হাসপাতালে গিয়ে দেখা করেছি ওঁর সঙ্গে। এসআইআরের কাজ সচল রাখতে ওঁর পরিবর্তে অতিরিক্ত বিএলও নিয়োগ করা হয়েছে।”
  • Link to this news (আনন্দবাজার)