• জঙ্গলের মধ্যে টেনে নিয়ে গিয়েছিল বাঘ, ২৪ ঘণ্টা পরে উদ্ধার সুন্দরবনের মৎস্যজীবীর দেহ
    এই সময় | ২৩ নভেম্বর ২০২৫
  • কাঁকড়া ধরতে গিয়ে শুক্রবার বাঘের মুখে পড়েছিলেন সুন্দরবনের মৎস্যজীবী তাপস হালদার। সহকর্মীদের একাধিক চেষ্টা সত্ত্বেও বাঘ টেনে তাঁকে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়েছিল। এর পর থেকে টাইগার রেসকিউ টিম, বনদপ্তর এবং মৈপিঠ কোস্টাল থানার পুলিশ জঙ্গলের মধ্যে তাঁর খোঁজ শুরু করেছিল। অবশেষে শনিবার সন্ধ্যায় তাঁর দেহ উদ্ধার হয় সুন্দরবনের সিঁদুরকাঠির জঙ্গল থেকে। জানা গিয়েছে, তাপস কুলতলির নগেনাবাদের বাসিন্দা। তাঁর একমাত্র ছেলে বিশেষ চাহিদাসম্পন্ন। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। 

    পরিবার সূত্রে খবর, গত মঙ্গলবার নলগোড়া বিট থেকে বৈধ পাস নিয়ে তাপস হালদার, গোপাল পাইক, নেপাল পাইক—তিনজন গোপালের নৌকায় সিঁদুরকাঠি এলাকায় কাঁকড়া ধরতে গিয়েছিলেন। শুক্রবার দুপুরে নৌকার কাছে তাঁদের উপরে আচমকাই হামলা করে একটি বাঘ। সহযাত্রীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। এর পরে তা তাপসকে টেনে জঙ্গলের গভীরে নিয়ে যায়।

    এলাকাবাসীর দাবি, সাম্প্রতিক সময়ে পর পর বেশ কয়েকটি বাঘের হামলার ঘটনা সামনে এসেছে। তিনদিন আগেই দেবুলবাড়িতে বাঘের হামলায় প্রাণ গিয়েছিল আরও এক মৎস্যজীবীর। স্থানীয় এক মৎস্যজীবীর কথায়, পেশাগত ভাবে এলাকার মানুষজন অনেকটাই কাঁকড়া ধরা, মধু সংগ্রহের উপরে নির্ভরশীল। জঙ্গল সংলগ্ন এলাকায় গেলে তাঁরা সতর্ক থাকেন। কিন্তু অনেক সময়ে এই ধরনের বিপত্তি দেখা যায়। 

  • Link to this news (এই সময়)