উত্তরাখণ্ডের আলমোড়ায় একটি সরকারি স্কুলের বাইরে থেকে প্রায় ২০ কেজি বিস্ফোরক উদ্ধার!
বর্তমান | ২৩ নভেম্বর ২০২৫
দেরাদুন, ২৩ নভেম্বর: দিল্লির লালকেল্লার বাইরে বিস্ফোরণের সঙ্গে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়েছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত চিকিৎসক তথা সন্দেহভাজন জঙ্গি, মুজাম্মিলদের জেরা করেই হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রায় ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। গত ৯ নভেম্বর সেই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় গোটা দেশে। এবার উত্তরাখণ্ডের আলমোড়ায় একটি সরকারি স্কুলের বাইরে থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক! যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।আলমোড়ার ডাবারা গ্রামের সাল্ট এলাকায় রয়েছে একটি সরকারি স্কুল। তারই খুব কাছে ঝোপ থেকে ১৬১টি জিলেটিন স্টিক উদ্ধার করেছে উত্তরাখণ্ড পুলিশ। যার ওজন প্রায় ২০ কেজি বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সরকারি স্কুলের পড়ুয়ারা কাছেই মাঠে খেলা করছিল। তখনই ঝোপের মধ্যে জিলেটিন স্টিকগুলি দেখতে পেয়ে স্কুল কর্তৃপক্ষকে জানায় পড়ুয়ারা। তখনই পুলিশে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গেই ওই এলাকায় পৌঁছয় পুলিশ, সঙ্গে যায় বোম্ব স্কোয়াড, স্নিফার ডগও। তল্লাশি চালানোর সময়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়। এই বিষয়ে এসএসপি দেবেন্দ্র পিঞ্চা বলেন, ‘ডাবারা গ্রামে একটি সরকারি স্কুলের কাছ থেকে জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে। কোথা থেকে এই বিস্ফোরক এল তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরকগুলি কোনও নাশকতার উদ্দেশে নিয়ে আসা হয়েছিল কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হবে।’