• ২৪ ঘণ্টা পর পুকুর থেকে অপহৃত শিশুর দেহ উদ্ধার! চাঞ্চল্য আমডাঙায়
    বর্তমান | ২৩ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: একটি শিশুকে অপহরণের অভিযোগে তোলপাড় হয় উত্তর ২৪ পরগনার আমডাঙায়। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পুকুর থেকে ওই অপহৃত শিশুর মৃতদেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে আমডাঙার প্রভাকরকাটি গ্রামে। গতকাল, শনিবার ওই গ্রামের এক শিশুকে অপহরণ করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ যায়। গতকাল, শনিবার ওই শিশুটি তার দাদার সঙ্গে এক প্রতিবেশীর বাড়িতে গবাদি পশু দেখতে যান।অভিযোগ তারপর থেকেই শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ২৪ ঘণ্টা ধরে এলাকার বিভিন্ন পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। আজ, রবিবার সকালে বাড়ির পাশেই এক পুকুরে শিশুটির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শিশুটিকে অপহরণ করার পর খুন করা হয়েছে। তারপরেই পুকুরের জলে ফেলে দিয়েছে অপহরণকারীরা এমনটাই অভিযোগ তার মায়ের। তদন্ত শুরু হয়েছে। 
  • Link to this news (বর্তমান)