সার্ভার সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ রাজ্য নির্বাচনী আধিকারিকের
দৈনিক স্টেটসম্যান | ২৩ নভেম্বর ২০২৫
রাজ্যের বেশিরভাগ এলাকায় বি এল ও-দের অভিযোগ শোনা যাচ্ছিল যে, সার্ভারের সমস্যার কারণে তারা এনুমারেশন ফর্ম নির্বাচন কমিশনের সার্ভারে আপলোড করতে পারছেন না। অনেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হচ্ছিলেন। বিষয়টি গুরুত্বসহকারে দেখেছে রাজ্য নির্বাচন কমিশন।
মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, সোমবার দুপুর একটার মধ্যে রাজ্যের সব টেলিকম সংস্থার সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধান করা হবে।
শুক্রবার ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী-র সঙ্গে আলোচনা করে রাজ্যের দায়িত্বে থাকা সব ডেপুটি কমিশনারকে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
তিনি আরও জানিয়েছেন, ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তালিকায় থাকবে শুধু যারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন। তালিকা পঞ্চায়েত, ব্লক অফিস, পুরসভা, মহকুমা এবং জেলাশাসকের দপ্তরে টাঙানো হবে এবং সিইও ওয়েবসাইটেও দেখা যাবে।
তালিকায় নাম বাদ যাওয়া বা ভুল ঠিকানার ক্ষেত্রে ৬ নম্বর ফর্ম পূরণ করে ৮ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে জমা দিতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৭ ফেব্রুয়ারি, এবং এটিই হবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভিত্তি।