• জামা কিনে দেব, আয়...! বাড়িতে নিয়ে গিয়ে সাত বছরের মেয়েকে লালসায় রক্তাক্ত করল...
    ২৪ ঘন্টা | ২৩ নভেম্বর ২০২৫
  • প্রসেনজিত্‍ সর্দার: ফের যৌন নির্যাতনের শিকার ফুটফুটে শিশুকন্যা। কখনও বাড়ির কেউ, আবার কখনও বাইরের কেউ হায়নার বেশে নির্যাতন চালায়। কিছুদিন আগেই হুগলির তারকেশ্বরে হাড়হিম ঘটনা ঘটে। যেখানে তারকেশ্বরের স্টেশনে নিজের পরিবারের সঙ্গে আশ্রয় নিয়েছিল চার বছরের নির্যাতিতা। ভোরের দিকে মশারি কেটে তুলে নিয়ে গিয়ে তার উপর পাশবিক অত্যাচার চালানো হয়। ভোর থেকে মেয়েকে খুঁজে না পাচ্ছিল না পরিবার। তারপর দুপুরে স্টেশন লাগোয়া একটি ড্রেনে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় শিশুকে। নৃশংস ঘটনায় গ্রেফতার করা হয় শিশুর দাদুকে।

    এবার ফের এক সাত বছরের দ্বিতীয় শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ। অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। প্রতিবেশী ওই যুবকের বাড়ি ক্যানিং থানার অন্তর্গত তালদি রাজাপুর এলাকায়। ঘটনার বিষয়ে নাবালিকা শিশুর পরিবারের লোকজন ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে নাবালিকা ওই ছাত্রী শারীরিক পরীক্ষার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা তে পাঠানো হয়।

    পাশাপাশি অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে ক্যানিং থানার পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ওই নাবালিকা ছাত্রীকে নতুন জামা কাপড় দেওয়ার প্রলোভন দিয়ে প্রতিবেশী যুবক রাজা হালদার তার বাড়িতে ডেকে নিয়ে যায়।সেখানে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর ওই নাবালিকা তার পরিবারের সকলের কাছে রাজা হালদারের কুকীর্তির কথা জানায়। পরিবারের লোকজন রাতে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন।

    উল্লেখ্য, বর্ধমানে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় ৬ অভিযুক্তকে। তাদের মধ্যে ৪ নাবালক ও স্কুল পড়ুয়া। স্থানীয় সূত্রে খবর, গত সোমবার সন্ধ্যার ঘটনা। সেদিন সন্ধ্যায় এক বান্ধবীর সঙ্গে গ্রামেরই একটি দোকানে যাচ্ছিল নবম শ্রেণীর এক ছাত্রী। অভিযোগ, তাদের পথ আটকায় ৬ অভিযুক্ত। এরপর পাশের জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ওই নাবালিকা ধর্ষণ করা হয়। ঘটনার পর রীতিমতো অসুস্থ নির্যাতিতা। কিন্তু লোকলজ্জার ভয়ে কাউকে কিছু জানায়নি সে। পরে স্কুলের এক শিক্ষককে গোটা ঘটনাটি জানায় নির্যাতিতার বান্ধবী। তিনিই থানায় খবর দেন।

  • Link to this news (২৪ ঘন্টা)