• নাশকতার ছক? উত্তরাখণ্ডে স্কুলের কাছে উদ্ধার ১৬১টি জিলেটিন স্টিক!
    প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিস্ফোরণের ক্ষত এখনও দগদগে। এই পরিস্থিতিতে এবার উত্তরাখণ্ডের আলমোড়ায় এক সরকারি স্কুলের কাছ থেকে উদ্ধার হল ১৬১টি জিলেটিন স্টিক। যাকে কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য। ফের কি কোনও নাশকতার ছক কষা হচ্ছিল? উঠছে প্রশ্ন।

    বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি প্রকাশ্যে আসে। ওই সরকারি হাইস্কুলের প্রিন্সিপাল পুলিশকে জানান, খেলার সময় স্কুলের বাচ্চারা ঝোপের পাশে সন্দেহজনক কিছু লক্ষ করেছে। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। ঘিরে ফেলা হয় এলাকা। দ্রুত চলে আসে বোমা নিষ্ক্রিয়কারী দল ও ডগ স্কোয়াড। উদ্ধার করা হয় সমস্ত বিস্ফোরক। যার মোট ওজন ২০ কেজি। অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

    আলমোড়ার পুলিশ কর্তা দেবেন্দ্র পিঞ্চা জানিয়েছেন, পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গেই সকলকে কোনও রকমের গুজবে কান দিতে না করেছেন তিনি। তাঁর কথায়, ”১৬১টি জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে স্কুলের কাছ থেকে। স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তারাই খবর দেয় বম্ব ডিজপোজাল স্কোয়াডকে। তারা গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায়। এফআইআর দায়ের করা হয়েছে।”

    গত ৯ নভেম্বর হরিয়ানার ফরিদাবাদে ২৯০০ কেজি উদ্ধারের পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর মধ্য়েই পরের দিন দিল্লির লালকেল্লা মেট্রোর কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে যায়। গোটা দেশ শিউরে ওঠে। মৃত্যু হয় ১৩ জনের। আহত বহু। শুরু হয় তদন্ত । আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন চিকিৎসক গ্রেপ্তার হয়। জানা যায়, কীভাবে দেশজুড়ে নাশকতার ছক কষা হচ্ছিল। তদন্তকারীরা চাইছেন, বিষয়টার একেবারে শিকড় পর্যন্ত পৌঁছতে। এর মধ্যেই নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হল উত্তরাখণ্ডের স্কুলের কাছে জিলেটিন স্টিক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে। 
  • Link to this news (প্রতিদিন)