• পাঞ্জাবের রাজধানী ছিনতাইয়ের চেষ্টা কেন্দ্রের? অভিযোগ উঠতেই মুখ খুলল শাহের মন্ত্রক
    এই সময় | ২৩ নভেম্বর ২০২৫
  • চণ্ডীগড়ে প্রশাসনিক পরিবর্তন আনতে চাইছে মোদী সরকার, এই অভিযোগ তুলে সুর চড়িয়েছে আম আদমি পার্টি (আপ), কংগ্রেস, অকালি দল। ১ ডিসেম্বর থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। আর সেখানে পেশ করা হতে চলেছে ১৩১তম সংবিধান সংশোধনী বিল। সেখানে চণ্ডীগড়কে ভারতীয় সংবিধানের ২৪০ ধারার আওতায় আনার জন্য বিল প্রস্তাবিত করতে পারে কেন্দ্র। ফলে পাঞ্জাব ও হরিয়ানার যৌথ রাজধানী চণ্ডীগড়ে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মতো নিয়মকানুন তৈরির ক্ষমতা পাবেন দেশের রাষ্ট্রপতি। এই নিয়ে যখন বিরোধীরা সুর সপ্তমে চড়িয়েছেন, তখন প্রথম স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হলো। চণ্ডীগড় নিয়ে এখনও নির্দিষ্ট কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

    অমিত শাহের দপ্তরের তরফে এক্স হ্যান্ডলে রবিবার একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়, ‘চণ্ডীগড়ের জন্য আইন প্রণয়ন আরও সহজ করার একটি প্রস্তাব কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন। তবে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এ বিষয়ে। চণ্ডীগড়ের প্রশাসন বা হরিয়ানা এবং পাঞ্জাবের সঙ্গে এই বিষয়ের কোনও সম্পর্ক নেই। সকলের সঙ্গে পরামর্শ করে এবং চণ্ডীগড়ের স্বার্থ মাথায় রেখেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শীতকালীন অধিবেশনে এই বিষয়ে কোনও বিল আনার পরিকল্পনা কেন্দ্রের নেই।’

    সংবিধানের ২৪০ ধারা অনুযায়ী, রাষ্ট্রপতি শান্তিস্থাপনা, অগ্রগতি এবং সুশাসনের জন্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ এবং পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নির্দিষ্ট বিধিমালা তৈরি করতে পারবেন।

    ১৯৬৬ সালে হরিয়ানা রাজ্য তৈরি হয়েছিল পাঞ্জাবের হিন্দিভাষী পূর্বাঞ্চল নিয়ে। পাঞ্জাব এবং হরিয়ানা দুই রাজ্যের রাজধানীই চণ্ডীগড়। আর তা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল। বর্তমানে পাঞ্জাবের রাজ্যপাল চণ্ডীগড়ের প্রশাসক। দীর্ঘদিন ধরেই পাঞ্জাবের রাজনীতিকদের দাবি ছিল হরিয়ানাকে আলাদা রাজধানী দেওয়া হোক এবং চণ্ডীগড়কে পাঞ্জাবের অন্তর্ভুক্ত করা হোক। এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রক চণ্ডীগড়কে সংবিধানের ২৪০ ধারার আওতায় আনতে চলেছে বলে আশঙ্কা বিরোধীদের। শীতকালীন অধিবেশনে কোনও বিল আনা হবে না, তা নির্দিষ্ট করার পরেও কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, এই বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে।

    আর এই নিয়েই সরব বিরোধীরা। কেন্দ্রের বিবৃতি দেওয়ার আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা ভগবন্ত মান বলেন, ‘চণ্ডীগড় তৈরির জন্য আমাদের গ্রামগুলি নষ্ট করা হয়েছিল। এর উপরে পাঞ্জাবের অধিকার রয়েছে। আমরা কোনও মতেই নিজেদের অবস্থান থেকে সরব না। প্রয়োজনীয় পদক্ষেপ করব।’ সরব কংগ্রেসও। উল্লেখ্য, পাঞ্জাবে আপ সরকার থাকলেও হরিয়ানা রয়েছে বিজেপির দখলে।

  • Link to this news (এই সময়)