• BLO-কে চমক-ধমক, সন্দেশখালিতে গ্রেপ্তার তৃণমূল কর্মী
    এই সময় | ২৩ নভেম্বর ২০২৫
  • বুথ লেভেল অফিসার বা BLO-কে হুমকি দেওয়ার অভিযোগে ন্যাজাট পুলিশের হাতে গ্রেপ্তার তৃণমূল কর্মী। উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বয়ারমারির ঘটনা। ধৃতের নাম জামিরুল ইসলাম মোল্লা। সূত্রের খবর, তৃণমূলের BLA-2 জামিরুল। রবিবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

    সূত্রের খবর, সন্দেশখালি-১ ব্লকে SIR-এর কাজ করছেন BLO দীপক মাহাতো। ফর্ম বিলি থেকে ফর্ম কালেকশন, ডিজিটাইজ়েশনের কাজ করতে গিয়ে বার বার তাঁকে হুমকি-হুঁশিয়ারির মুখে পড়তে হচ্ছিল বলে অভিযোগ। সেই ঘটনায় নাম জড়ায় জামিরুলের।

    বাধ্য হয়েই প্রশাসনের দ্বারস্থ হন তিনি। সূত্রের খবর, এ নিয়ে BDO-কে জানান BLO। লিখিত অভিযোগ দায়ের করেন ন্যাজাট থানায়। তার ভিত্তিতেই জামিরুলকে গ্রেপ্তার করে পুলিশ।

  • Link to this news (এই সময়)