• সল্টলেকের রাস্তায় পড়ে আধার কার্ড, প্রাতঃভ্রমণকারীদের নজরে আসতেই শোরগোল
    এই সময় | ২৩ নভেম্বর ২০২৫
  • রাস্তার ধার থেকে উদ্ধার একাধিক রাজ্যের আধার কার্ড। রবিবার সকালে এমনই অভিযোগ উঠল সল্টলেক বিএ ব্লকে। কোথা থেকে এই আধার কার্ডগুলি এল, কারা ফেলে গিয়েছে, আদৌ এগুলি আসল কি না, তা খতিয়ে দেখছে উত্তর বিধাননগর থানার পুলিশ।

    সল্টলেকে বিএ সিএ পার্ক চত্বরে প্রতিদিনই বহু মানুষ হাঁটতে যান। এ দিন সকালে প্রাতঃভ্রমণকারীরাই রাস্তার ধারে আধার কার্ডগুলি পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় উত্তর বিধাননগর থানায়। তারা এসে আধার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। সূত্রের খবর, যাঁদের নামে এই কার্ড, তাঁদের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।

    সূত্র মারফত জানা গিয়েছে, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশের ঠিকানার উল্লেখ রয়েছে কার্ডগুলিতে। মাসখানেক আগে বিমানবন্দর এলাকায় জঞ্জাল সাফাইয়ের কাজ করতে এসেছিলেন ভিন রাজ্যের শ্রমিকদল। চুক্তিভিত্তিক সংস্থার হাত ধরে কাজে ঢোকেন তাঁরা। এই কার্ডগুলি তাঁদেরই বলে এখনও অবধি খবর।

  • Link to this news (এই সময়)