• চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু এক ব্যক্তির, মালদার ঘটনায় চাঞ্চল্য
    এই সময় | ২৩ নভেম্বর ২০২৫
  • চোর সন্দেহে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল মালদায়। মারধরের ফলে মৃত্যু হয়েছে ওই যুবকের। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানা এলাকার পুরসভা নিয়ন্ত্রিত বাজারে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সামজান শেখ (৩৫)। তাঁর বাড়ি ইংরেজবাজার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মহেশমাটি এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাজারের একটি মুরগির দোকানে কাজ করতেন সামজান। অভিযোগ, সামজান ওই দোকান থেকে টাকা চুরি করেছেন। সেই অভিযোগেই সামজানকে বাজারের মধ্যে মারধর করেন স্থানীয়রা। ঘটনার পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পরিবারের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।

    জানা গিয়েছে, রবিবার সকালে হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয়েছে সামজানের। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। তদন্তে নেমে পুলিশ পিন্টু মণ্ডল, দেবাশিস ঘোষ এবং সুজন ঘোষ নামে তিনজনকে গ্রেপ্তার করেছে । পরিবারের একমাত্র রোজগেরের অকাল মৃত্যুতে সঙ্কটে পরিবার।

  • Link to this news (এই সময়)