• রাতে তৃণমূলের SIR সহায়তা ক্যাম্পে ভাঙচুর-আগুন!
    আজকাল | ২৩ নভেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্য জুড়ে সাধারণ মানুষের সহায়তায় এসআইআর ক্যাম্প করছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, শাসক দলের এসআইআর ক্যাম্পে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে রাতের অন্ধকারে।

    তৃণমূলের অভিযোগ, শনিবার রাতে কল্যাণী টাউনের ৬ নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয় সংলগ্ন স্থানে তৃণমূল কংগ্রেস পার্টির একটি SIR সহায়তা শিবির ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুড়ে গিয়েছে শিবিরের ব্যানার। অভিযোগেরতির গেরুয়া শিবিরের দিকেই। 

    এর আগেও, তৃণমূলের পক্ষ থেকে অভিযোগের তির উঠেছিল বিজেপির দিকে। তৃণমূলের অভিযোগ, বৃহস্পতিবার সকালে ভগবানপুর ব্লক-১-এ  দুই তৃণমূল বিএলএ-কে বাড়ি বাড়ি গিয়ে আক্রমণ করা হয়। অভিযোগের তির বিজেপির দিকে। অভিযোগ বিএলএ-২ পবিত্র কুমার সাউ এবং তাঁর সহকারী দেবব্রত মাইতির উপর আক্রমণ চালানো হয়। তথ্য, পবিত্র কুমার সাউকে ইতিমধ্যেই তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, এবং দেবব্রত মাইতি ভগবানপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

    ঘটনায় সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা কুণাল ঘোষ ঘটনা প্রসঙ্গে বলেন, 'এই আক্রমণের আসল কারণ, এসআইআর-এ যে ন্যায্য ভোটারদের যে বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি, আমাদের তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি যাওয়ায় তাদের চক্রান্ত আটকে যাচ্ছে। সেই হতাশা থেকে এই বিশ্রী আক্রমণ।' তৃণমূলের  অভিযোগ, আক্রমণ চালিয়েছেন, দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য হরিপদ দাস, জারিবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামী বাবুলাল কান্দার এবং ভগবানপুর পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী নির্মল দাস।

    কুণাল বলেন, 'আমার এই ঘটনার তীব্র নিন্দা করছি। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারির দাবি জানাচ্ছি। আমরা মনে করিয়ে দিচ্ছি, বেছে বেছে ন্যায্য ভোটার কাটার চক্রান্ত আমাদের কর্মীরা আটকে দিচ্ছেন বলে, তাঁদের উপর হামলা করা হচ্ছে।'  এসআইআরএ উঠে আসছে বিএলও'দের দুর্দশা, তা নিয়ে এর আগেই পোস্টে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পরের দিন, বৃহস্পতিবার এসআইআর ইস্যুতে কমিশনকে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী। তাতে তিনি, দেরি না করে এসআইআর প্রক্রিয়া স্থগিতের অনুরোধ জানিয়েছেন। 

    কমিশনকে লেখা নিজের চিঠিতে মুখ্যমন্ত্রী  নিজের উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, 'চলমান বিশেষ নিবিড় সংশোধন (SIR) এবং জনগণের উপর এটি যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে সে সম্পর্কে আমি বারবার আমার গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি। বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে পরিস্থিতি গভীর উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, তাই আমি আপনাকে লিখতে বাধ্য হচ্ছি। কর্মকর্তা এবং নাগরিকদের উপর যেভাবে এই প্রক্রিয়া চাপিয়ে দেওয়া হচ্ছে তা কেবল অপরিকল্পিত এবং বিশৃঙ্খলই নয়, বিপদজনকও।' গোটা প্রক্রিয়ায় প্রস্তুতি, পর্যাপ্ত পরিকল্পনা বা স্পষ্ট যোগাযোগের অভাব রয়েছে, তাও উল্লেখ করেছেন তিনি চিঠিতে।

     এসআইআর চলছে রাজ্যে। পরিস্থিতি পর্যালোচনায় সোমবার, অর্থাৎ আগামিকাল ১০ হাজারের বেশি দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। দলীয় সূত্রে খবর, সোমবার, ২৪ নভেম্বর, দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসবেন অভিষেক। প্রক্রিয়া শুরুর আগেই, ৩১ অক্টোবর, ভার্চুয়াল বৈঠকে দলের নেতাকর্মীদের বড় নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি। ওই বৈঠকেই সাফ জানিয়ে দেন, বুথ ভিত্তিক এজেন্ট (বিএলএ)-রা, এনুমারেশন ফর্মের কাজ করার সময় এক মিনিটও বিএলও-দের একা ছাড়বেন না। সব সময় ছায়ার মতো তাঁদের সঙ্গে লেগে থাকবেন।
  • Link to this news (আজকাল)