• রাষ্ট্রপতির অধীনে যাচ্ছে চণ্ডীগড়? তুঙ্গে রাজনৈতিক তরজা, জবাব দিল কেন্দ্র
    বর্তমান | ২৩ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ২৩ নভেম্বর: চণ্ডীগড় নিয়ে দড়ি টানাটানি! সূত্রের খবর, চণ্ডীগড়ের পুরোপুরি নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, তাই এই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক বিষয় এবার রাষ্ট্রপতির হাতে তুলে দিতে উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। যার ফলে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে চণ্ডীগড়ে লেফটেন্যান্ট গর্ভনর নিযুক্ত করার পথে হাঁটতে চলেছে কেন্দ্র। চণ্ডীগড়ে এখনও পর্যন্ত কোনও লেফটেন্যান্ট গর্ভনর নেই। কেন্দ্রশাসিত অঞ্চল হলেও তার প্রশাসনের দায়িত্ব রয়েছে পাঞ্জাবের হাতে। আবার হরিয়ানা ও পাঞ্জাবের রাজধানীও চণ্ডীগড়।সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করেছে অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলের মতো চণ্ডীগড়েও লেফটেন্যান্ট গর্ভনরের হাতে প্রশাসনের দায়িত্বভার তুলে দিতে। এই বিষয়ে পদক্ষেপও করছে কেন্দ্র। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। সংবিধানের ২৪০ অনুচ্ছেদের আওতায় এই পদক্ষেপ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। সেই কারণে আসন্ন শীতকালীন অধিবেশনে সংসদে একটি বিশেষ বিল পেশ করতে চলেছে কেন্দ্রের এনডিএ সরকার। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই আজ, রবিবার জানিয়েছে কেন্দ্র। সকলের পরামর্শ নিয়েই যাবতীয় পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে নয়াদিল্লির তরফে।যদিও বিষয়টিকে সামনে রেখে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। চণ্ডীগড়ের প্রশাসন রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়ার পদক্ষেপকে পাঞ্জাব বিরোধী বলে দেগে দিয়েছে আম আদমি পার্টি। এই ইশ্যুতে আপের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস ও অকালি শিরোমণি দলও। চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল হলেও সংবিধানের ২৪০ অনুচ্ছেদের আওতায় নেই। তাই এই অঞ্চলটি রাষ্ট্রপতির এক্তিয়ারের বাইরে রয়েছে। আপাতত কোনও লেফটেন্যান্ট গর্ভনরও নেই। আপের অভিযোগ, পাঞ্জাবের হাত থেকে চণ্ডীগড়কে কেড়ে নেওয়ার জন্যই এই পদক্ষেপ করতে চাইছে কেন্দ্র। এই বিষয়ে আপের প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ‘ইতিহাস সাক্ষী আছে, পাঞ্জাবিরা কোনওদিন কারোর সামনে মাথা নত করেনি। তাই এখনও করবে না। চণ্ডীগড় পাঞ্জাবের অংশ, আর সেটাই থাকবে।’ 
  • Link to this news (বর্তমান)