পরকীয়ার জেরে আত্মহত্যা নাকি খুন! যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য
বর্তমান | ২৩ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, মাথাভাঙা: এক গৃহবধূর শ্বশুরবাড়ির কাছেই প্রেমিকের ঝুলন্ত দেহ উদ্ধার! ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোচবিহারের মহিষমুড়ি গ্রামে। মৃত যুবকের নাম ফুলকুমার বর্মন (৩২)। তার বাড়ি কোচবিহারের মাথাভাঙা-১ নং ব্লকের কুর্শামারি গ্রামপঞ্চায়েতের বারঘরিয়া এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলকুমার বর্মন ওই এলাকার এক গৃহবধূর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল।ওই গৃহবধূকে নিয়ে পালিয়েও গিয়েছিল ফুলকুমার। পরে ওই যুবকের সঙ্গ ত্যাগ করে, কয়েকমাস আগে ওই গৃহবধূটি সোনারচালুন গ্রামে নিজের বাপের বাড়িতে চলে যায়। সেখানেই সে স্বামীর সঙ্গে থাকছিল। আজ, রবিবার সকালে ওই গৃহবধূর শ্বশুরবাড়ির এলাকার বাসিন্দারা দেখেন একটি বাগানে গাছ থেকে ঝুলছে ফুলকুমারের দেহ। সেই খবর প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরকীয়ার জেরেই আত্মহত্যা নাকি খুন? তদন্ত শুরু হয়েছে।