এসআইআর: নিজের নামই ডিজিটাইজ করতে পারছেন না খোদ বিএলও!
বর্তমান | ২৩ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে প্রতিদিনই কোনও না কোনও চাঞ্চল্যকর ঘটনা ঘটছে। ইনিউমারেশন ফর্ম পূরণ পর্বে দিকে দিকে ঘটছে বিপত্তি। এবার জলপাইগুড়িতে ঘটল ভূতুড়ে কাণ্ড! বাড়ি বাড়ি ঘুরে এসআইআরের ইনিউমারেশন ফর্ম সংগ্রহ করে ডিজিটাইজেশনের কাজ করছেন বিএলও। কিন্তু নিজের নামই ডিজিটাইজ করতে পারছেন না তিনি। কারণ জানলে অবাক হয়ে যাবেন।২০০২ সালের ভোটার তালিকার হার্ড কপিতে জ্বলজ্বল করছে তাঁর নাম। কিন্তু যখন তিনি অ্যাপে ঢুকে নিজের নাম ডিজিটাইজেশনের জন্য ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাচ করাতে যাচ্ছেন, তখন একই সিরিয়াল নম্বরে অন্য এক মহিলার নাম দেখাচ্ছে। এই নিয়ে চরম বিড়ম্বনায় পড়েছেন জলপাইগুড়ির গোমস্তাপাড়ার ওই বিএলও। প্রশাসনকে জানিয়েও এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি। ফলে নিজের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার আশঙ্কায় চিন্তিত সঞ্জয়কুমার ঘোষ।