• এসআইআর: কাজের চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এক বিএলও
    বর্তমান | ২৩ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কাটোয়া: এসআইআরের কাজের চাপে বিধ্বস্ত বিএলও-রা। কোথাও অসুস্থ হয়ে পড়ছেন বুথ লেভেলের অফিসাররা। আবার কোথাও কাজের চাপ সহ্য করতে না পেরে করছেন আত্মহত্যা। এবার এসআইআরের কাজ করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন পূর্ব বর্ধমানের কাটোয়ার ১৪৭ নম্বর বুথের বিএলও শুকদেব দাস। তাঁকে তড়িঘড়ি কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে স্যালাইন দেওয়া হয়েছে। শুরু হয়েছে চিকিৎসা। জানা গিয়েছে, কাটোয়া শহরের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুকদেব দাস নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে রয়েছেন। তিনি ১৪৭ নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করছিলেন। তাঁর স্ত্রী উষা চট্টোপাধ্যায়ও কাটোয়া কৈথন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। আজ, রবিবার সকালে শুকদেববাবু আচমকাই অসুস্থ বোধ করেন। তারপরেই তাঁর স্ত্রী তড়িঘড়ি তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন।এই বিষয়ে উষাদেবী বলেন, প্রচুর কাজের চাপ রয়েছে। টানা কয়েকদিন ধরে সারারাত জেগে কাজ করতে হয়েছে। তাতেই শুকদেব অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর বুথে ৯০৭ জন ভোটার রয়েছেন। বিষয়টি নিয়ে কাটোয়ার মহকুমা শাসক অনির্বান বসু বলেন, ‘এখন ওই বিএলও-র শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালের সুপার নিজে গিয়ে দেখে এসেছেন তাঁকে। এবার যদি ওই বিএলও কাজ করতে না পারেন। তাহলে তাঁর স্ত্রীকে ওই বুথের বিএলও-এর দ্বায়িত্ব দেওয়া হবে।’
  • Link to this news (বর্তমান)