• কসবা খুন কাণ্ডে গ্রেফতার দুই অভিযুক্ত, জেরা করে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
    বর্তমান | ২৩ নভেম্বর ২০২৫
  • কলকাতা, ২৩ নভেম্বর: দেহ উদ্ধারের পরে ২৪ ঘণ্টা পার হল না। তার আগেই কসবার হোটেলে বীরভূমের যুবকের খুনের ঘটনার কিনারা করল কলকাতা পুলিশ। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ফেরার দুই অভিযুক্তকে। তাঁদের মধ্যে একজন মহিলা। নাম কমল সাহা। অপর ধৃতের নাম ধ্রুব মিত্র। আজ, রবিবার, কসবা এলাকা থেকে ওই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল শহরের কসবা এলাকার একটি হোটেলের রুম থেকে উদ্ধার করা হয় আদর্শ লোসালকা নামে এক যুবকের বিবস্ত্র দেহ। ধৃতদের জেরা করে এই মৃত্যুরহস্যে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে এসেছে। জানা গিয়েছে, ডেটিং অ্যাপে আদর্শর সঙ্গে আলাপ হয় কমলের। প্রথমবার দু’জনে দেখা করার জন এসেছিলেন। সঙ্গে ছিলেন ধ্রুব। যিনি কমলের পূর্ব পরিচিত। শুক্রবার রাতে ওই দু’জনের সঙ্গে কসবার শান্তিপল্লির হোটেলে ‘চেক ইন’ করেন আদর্শ।তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, টাকা পয়সা নিয়ে অদর্শর সঙ্গে অন্য দু’জনের বচসা বাধে। সেখান থেকে শুরু হয় ধস্তাধস্তি। সেই সময় আঘাত পেয়ে মেঝেতে পড়ে যান ওই যুবক। নাক দিয়ে চুঁইয়ে বের হচ্ছিল রক্ত। এই পরিস্থিতিতে ভোরের দিকে ওই তরুণী ও যুবক ‘চেক আউট’ করেন।
  • Link to this news (বর্তমান)