বিয়েবাড়ি যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা, গভীর খাদে গাড়ি! মৃত ৩ শিক্ষক
প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় ভয়াবহ পথদুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ৬০ মিটার গভীর খাদে পড়ল গাড়ি। তাতে মৃত্যু হল তিন শিক্ষকের। গুরুতর আহত হয়েছেন একজন। তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের নৈনিতালের গরমপানি এলাকায়। মৃতদের নাম সঞ্জয় বিষ্ট, সুরেন্দ্র ভাণ্ডারী ও পুষ্কর ভাইসোরা। আহত ব্যক্তির নাম মনোজ কুমার। তাঁরা প্রত্যেকেই আলমোড়ার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে খয়রনা-কাইঞ্চিধাম রুটে রাতিঘাটের একটি ৬০ মিটার গভীর খাদে গাড়িটি পড়ে যায়। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও এসডিআরএফের দল। উদ্ধারকার্য শুরু হয়। গাড়িটিতে থাকা চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। মনোজ কুমার আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
নৈনিতালের পুলিশ সুপার (ক্রাইম) জগদীশ চন্দ্র বলেন, “শনিবার রাতে স্থানীয়দের থেকে আমরা জানতে পারি খৈরনা-কৈঞ্চিধাম রুটের রতিঘাটে একটি গাড়ি খাদে পড়ে গেছে। তারপরই এসডিআরএফের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।” তিনি আরও বলেন, “জানা গিয়েছে ওই চারজনই সরকারি স্কুলের শিক্ষক। তাঁরা হালদওয়ানিতে একটি বিয়েবাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন।” মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।