বিহারে শোচনীয় হারের পর বড় পদক্ষেপ পিকের! এবার কোন পথে জন সুরাজ?
প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার ভোটে পর্যুদস্ত হয়েছে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। শোচনীয় সেই হারের পর বড় পদক্ষেপ করলেন পিকে। বিহারে দলের সমস্ত সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন তিনি। পঞ্চায়েত থেকে রাজ্যস্তর পর্যন্ত কোনও কমিটিই আর থাকবে না বলে জানানো হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের তরফে।
শনিবার পাটনায় দলের জাতীয় কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়। যার নেতৃত্বে ছিলেন জন সুরাজ পার্টির রাজ্য সভাপতি মনোজ ভারতীয়। সেখানেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে দলের নতুন সাংগঠনিক কমিটি গঠন করা হবে জানানো হয়েছে।
একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিহারে দলের সাংগঠনিক কমিটি নতুন করে ঢেলে সাজানো হবে। তাই পঞ্চায়েত থেকে রাজ্যস্তরের পুরনো সমস্ত কমিটি ভেঙে ফেলা হয়েছে। নতুন কমিটি গঠনের ক্ষেত্রে দলের ১২ জন বরিষ্ঠ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, দলের পরাজয়ের কারণগুলিও গভীরভাবে পর্যালোচনা করা হবে। যদি কোনও নেতা শৃঙ্খলাভঙ্গ বা বিশ্বাসঘাতকতার দায়ে দোষী সাব্যস্ত হন, তাহলে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, রীতিমতো ধুমধাম করে রাজনীতিতে পা রেখেছিলেন পিকে। ভোটকুশলী হিসাবে প্রায় সব রাজ্যে সাফল্য। বিহারে তৃণমূল স্তরে নেমে কাজ করার লক্ষ্যে পদযাত্রা। প্রায় ৩ বছর বিহারের গ্রামে গ্রামে ঘোরা। রীতিমতো কর্পোরেট ভঙ্গিমায় দল ঘোষণা। কোটি কোটি টাকা খরচ করে সভা-সমিতি করা। প্রচারে আলাদা করে পেশাদারদের ব্যবহার। ভিনরাজ্যের পরিযায়ী বিহারীদের জন্যও আলাদা করে কর্পোরেট দল তৈরি করে প্রচার করা এবং সর্বোপরি সমাজমাধ্যমে হইচই। কিন্তু এত কিছুর পরও নিট ফল শূন্য। কোনও আসনই জোটেনি জন সুরাজের। ভোটের হারও উল্লেখযোগ্য কিছু নয়। মোটে ৪ শতাংশ।