বৈষ্ণোদেবী মেডিক্যাল কলেজে ভর্তি ৫০ পড়ুয়ার ৪২ জনই মুসলিম! প্রতিবাদে মুখর বিজেপি
প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈষ্ণোদেবী মেডিক্যাল কলেজ ঘিরে বিতর্ক অব্যাহত। কলেজের প্রথম ব্যাচে ভর্তি হওয়া পড়ুয়াদের মধ্যে প্রায় ৯০ শতাংশই মুসলিম। আর তারপরই জম্মু অঞ্চলে বিক্ষোভ দেখাতে শুরু করেছে সংঘীরা। কিন্তু এতদিন বিজেপি প্রত্যক্ষ ভাবে এই প্রতিবাদে অংশ নেয়নি। অবশেষে নীরবতা ভেঙে বিজেপির জম্মু ও কাশ্মীর শাখা লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার কাছে ভর্তি প্রক্রিয়ার নিয়ম পর্যালোচনার দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিল।
জম্মু ও কাশ্মীর বিধানসভার বিরোধী নেতা সুনীল শর্মার নেতৃত্বাধীন একটি দিল এদিন লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করে। তারপর তারা স্মারকলিপি জমা দেয়। এতদিন বহু হিন্দুত্ববাদী দল প্রতিবাদে অংশ নিলেও কার্যত কোনও বিবৃতিই দেয়নি বিজেপি। এবার তারাও অংশ নিল বিক্ষোভে।
জানা গিয়েছে, এমবিবিএসে ভর্তির জন্য তৃতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ে দু’হাজার জনকে ডাকা হলেও শেষপর্যন্ত চূড়ান্ত তালিকায় নাম রয়েছে ৫০ জনের। তাঁদের মধ্যে ৪২ জন কাশ্মীরের বাসিন্দা মুসলিম পড়ুয়া। তাঁদের মধ্যে ৩৬ জন কাশ্মীরি। ৩ জন ভর্তি হয়েছেন জম্মু থেকে। ৭ জন হিন্দু ও একজন শিখ। আর এখানেই আপত্তি হিন্দু সংগঠনগুলির।
বিক্ষোভকারীদের দাবি, এই কলেজ নির্মিত হয়েছে মন্দিরের দর্শনার্থীদের দান থেকে। রাজ্য প্রশাসনের তরফে কোনও খরচই করা হয়নি। ফলে এখানে হিন্দু পড়ুয়াদের জন্য আলাদা কোটা না থাকলে ভক্তদের ভাবাবেগে আঘাত লাগতে পারে। গত ৫ নভেম্বরই পরিষদের সাধারণ সম্পাদক বজরং বাগদা লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং সমস্ত বোর্ড সদস্যদের কাছে একটি চিঠি লিখে তার অসন্তোষ প্রকাশ করেন। তাঁর দাবি ছিল, হিন্দুদের দান শুধুমাত্র হিন্দদের জন্যই ব্যবহার করা উচিত।