• SIR-এর কাজের চাপ! এবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মৃত্যু বিএলও-র
    প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে মৃত্যু হল আরও এক বিএলও-র। শুক্রবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে লখনউয়ের মালিহাবাদে। মৃতের নাম বিজয় কুমার ভার্মা। বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, এসআইআর-এর কাজের প্রবল চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তার জেরেই এই পরিণতি হয়েছে।

    পুলিশ সূত্রে খবর, বছর পঞ্চাশের বিজয় পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। নিজের এলাকাতেই তিনি বিএলও-র কাজের দায়িত্ব পেয়েছিলেন। অভিযোগ, তারপর থকেই তিনি অসুস্থ হতে শুরু করেন। তাঁর শারীরিক অবস্থার কথা বিচার করে এসআইআর-এর দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেন লখনউয়ের জেলাশাসক। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। ক্রমেই জটিল হয় তাঁর শারীরিক অবস্থা। ভর্তি করা হয় হাসপাতালে। অবশেষে গত শুক্রবার রাতে মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে তাঁর মৃত্যু হয়। মৃতের স্ত্রীয়ের কথায়, “দিনের অধিকাংশ সময়েই তিনি ফোনে ব্যস্ত থাকতেন। কাজের চাপে তিনি অতিষ্ঠ হয়ে উঠেছিলেন।”      

    বেশ কয়েক সপ্তাহ ধরেই এসআইআর-এর কাজের চাপে বিভিন্ন রাজ্যে বিএলওদের মৃত্যুর ঘটনা সামনে আসছে। শনিবারই এসআইআর-এর কাজের চাপে মধ্যপ্রদেশে দু’জন বিএলও-র মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। এবার একই ঘটনা ঘটল উত্তরপ্রদেশে।
  • Link to this news (প্রতিদিন)