• ধন্যি কর্তব্যবোধ! হাসপাতালের বিছানাতেই এসআইআরের কাজ করছেন চোপড়ার BLO
    প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
  • শংকরকুমার রায়, রায়গঞ্জ: এসআইআরের বিপুল ‘চাপে’ একের পর এক বিএলও-র অসুস্থতা, মর্মান্তিক মৃত্যুর খবর মিলছে প্রায় রোজই। এসবের মধ্যেই কর্তব্যনিষ্ঠার নয়া নজির গড়লেন উত্তর দিনাজপুরের চোপড়ার এক বুথ লেভেল অফিসার। ভোটারদের থেকে এনুমারেশন ফর্ম সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন চুটিয়াখোর পঞ্চায়েতের ১৮৮ নং বুথের বিএলও মোস্তাক কামাল। হাসপাতালে ভর্তি হয়ে একটু স্থিতিশীল হওয়ার পর সেখান থেকেই কাজ চালিয়ে যাচ্ছেন তিনি! রোগশয্যাতেও ছেদ পড়েনি কাজে। আপাতত ভোটারদের পূরণ করা এনুমারেশন ফর্মগুলি থেকে তথ্য নথিভুক্তিকরণের কাজ করছেন বিএলও মুস্তাক কামাল।

    চোপড়ার চুটিয়াখোর পঞ্চায়েতের ১৮৮ নং বুথের মোট ওই বুথে মোট ভোটার ৯১৮। ইতিমধ্যে ৫৮০ জন ভোটারের এনুমারেশন ফর্মের কাজ শেষ হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ডিজিটাইজেশনের কাজ আগামী ৪ ডিসেম্বর নয়, তারও আগে শেষ করতে হবে। তার মধ্যে সবটা সম্ভব নয় বলে বিএলও জানাচ্ছেন। তাঁর পরিবার সূত্রে দাবি, এত কাজের চাপ সহ্য করতে না পেরে কর্তব্যরত অবস্থাতেই অসুস্থ হয়ে পড়েন মোস্তাক কামাল। তাই প্রশাসনকে জানানো হয়েছে।

    শনিবার ওই হাসপাতাল সূত্রে জানা যায়, মানসিক চাপে সামান্য অসুস্থ হয়ে পড়েছেন মোস্তাক কামাল। তাঁর রক্তপরীক্ষা করা হয়েছে। ওই হাসপাতালে চিকিৎসাধীন ওই বিএলও বলেন, “কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছি, হাত-পা প্রচণ্ড ব্যথা। বাড়ি বাড়ি আর হাঁটতে পারছি না। রাত দু’টো-আড়াইটা পর্যন্ত ডাটা এন্ট্রি করতে হচ্ছে। এখনও অনেক এনুমারেশন ফর্মের তথ্য এন্ট্রি করার বাকি। তাই বিডিওকে জানিয়েছি।” এ ব্যাপারে চোপড়ার বিডিও সৌরভ মাঝি জানিয়েছেন, “ওই বিএলও-র চিকিৎসা যাতে যথাযথ হয়, সেই ব্যপারে যাবতীয় সহযোগিতা করা হবে।” যেভাবে বিএলও-রা একের পর এক অসুস্থতার নেপথ্যে কাজের চাপকে দায়ী করছেন, সেই ধারাবাহিকতা বজায় রেখেও মোস্তাক কামালের এই কর্তব্যনিষ্ঠা ব্যতিক্রমী, তা বলাই বাহুল্য।
  • Link to this news (প্রতিদিন)